শেষ আপডেট: 4th March 2025 17:23
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে আপাতত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করলেও, শুরুটা একেবারে ভাল করতে পারেনি। দলের দুই ওপেনারই আপাতত প্যাভিলিয়নে ফিরে গিয়েছে।
তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক বেশ আগ্রাসী ব্যাট করছিলেন। ক্রমশ তিনি ভারতীয় বোলারদের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন। তবে ভাগ্যদেবী যে তাঁর সঙ্গেই আজ রয়েছেন, সেটা আলাদা করে বলার দরকার নেই। ম্যাচ চলাকালীন এই ক্যাঙারু ব্যাটারের সঙ্গে এমন একটি ঘটনার সাক্ষী রইলেন, যা হয়ত তিনি নিজেও কল্পনা করতে পারেননি।
ট্রাভিস হেড প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়া ইনিংসের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ। ১৪ ওভারে বল করতে এসেছিলেন অক্ষর প্যাটেল। ওভারের শেষ বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে যান স্মিথ। কিন্তু, বলটা তাঁর ব্যাটে লাগার পর স্টাম্পে হিট করে।
মজার ব্যাপার হল, স্টাম্পে বলটা ধাক্কা মারলেও, বেল দুটো কিন্তু নিজেদের জায়গায় ঠুঁটো হয়ে থাকেন। এই দৃশ্য দেখার পর শুধুমাত্র অক্ষর প্যাটেলই নন, ভারতীয় ক্রিকেট সমর্থকরাও যারপরনাই হতাশ হয়ে পড়েন।
যখন এই ঘটনাটি ঘটেছিল, সেইসময় স্টিভ স্মিথ ২৩ রানে ব্যাট করছিলেন। এরপর ধীরে ধীরে তিনি ব্যাটিং গিয়ার বদলাতে শুরু করেন। মাত্র ৬৮ বলে তাঁর ব্যাট থেকে একটা ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। অনেকেই আশা করেছিলেন, এই ম্যাচে হয়ত স্মিথ শতরান করবেন। কিন্তু বাদ সাধলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি।
৩৬.৪ ওভারে শেষ হয়ে যায় স্মিথের যাবতীয় জারিজুরি। মহম্মদ সামির ফুলটস ইয়র্কারে পরাস্ত হয়ে যান অজি অধিনায়ক। শেষপর্যন্ত ৭৩ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। ৪১ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করেছে।