শেষ আপডেট: 5th March 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে পরাজয়ের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভ স্মিথ ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। সেমিফাইনাল ম্যাচে স্মিথের ব্যাট থেকে ৭৩ রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে এসেছিল। কিন্তু, শেষপর্যন্ত নিজের দলকে জেতাতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার হলেন স্টিভ স্মিথ। সফল ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও টেস্ট এবং টি-২০ ক্রিকেটে তিনি খেলা চালিয়ে যাবেন।
অসাধারণ ব্যাটিং টেকনিক এবং দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ক্রিকেট বিশ্বে স্মিথ যথেষ্ট সুনাম অর্জন করেছেন। কিন্তু, আপনারা কি জানেন যে স্মিথের মোট সম্পত্তির পরিমাণ ঠিক কত? প্রতি বছর স্মিথের মোট সম্পত্তির পরিমাণ বিদ্যুৎগতিতে বেড়ে চলেছে। ২০২৫ সালে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ঠিক কত, আসুন তা জেনে নেওয়া যাক।
নিউজ ২৪-এর রিপোর্ট অনুসারে ২০২৫ সালে স্টিভ স্মিথের মোট সম্পত্তির পরিমাণ ২৫০ থেকে ৩০০ কোটি টাকা। প্রত্যেক বছর তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েই চলেছে। কারণ ক্রিকেট থেকে তাঁর উপার্জন এবং অবশ্যই ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট।
১. ক্রিকেট চুক্তি
স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। এর পাশাপাশি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকেও তিনি যথেষ্ট টাকা পান।
২. আইপিএল এবং অন্যান্য টি-২০ লিগ
আইপিএল টুর্নামেন্টে স্টিভ স্মিথের চাহিদা বরাবরই আকাশছোঁয়া। ২০২৫ সালে তিনি একটি গুরুত্বপূর্ণ দলের সদস্য। সূত্রের খবর, আইপিএল টুর্নামেন্ট থেকে তিনি প্রতি বছর ৮ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন।
৩. ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট
স্টিভ স্মিথ বেশ কয়েকটি নামীদামি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এগুলোর মধ্যে বিভিন্ন স্পোর্টস গিয়ার, হেলথ ব্র্যান্ড এবং অন্যান্য বিজ্ঞাপনী পন্য রয়েছে। এখান থেকে তিনি বছরে ৫-১০ কোটি টাকা ইনকাম করেন।
৪. রিয়েল এস্টেট এবং বিনিয়োগ
স্মিথ নিজের উপার্জিত অর্থ রিয়েল এস্টেট এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন। সিডনিতে একটি বিলাসবহুল প্রাসাদে তিনি বসবাস করেন। এছাড়া তাঁর কাছে আরও অন্যান্য সম্পত্তি রয়েছে।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে স্টিভ স্মিথ ১৬৯ ম্যাচের ১৫৩ ইনিংসে মোট ৫,৭২৭ রান করেছেন। ইতিমধ্যে ৮৭.১৩ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। পাশাপাশি টেস্ট ক্রিকেটে স্মিথ ২০৬ ইনিংসে ১০,২৭১ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৫৬.৭৫।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। ৬৭ ম্যাচের মধ্যে ৫৫ ইনিংসে তিনি মোট ১,০৯৪ রান করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএলে তিনি ১০৩ ম্যাচের ৯৩ ইনিংসে মোট ২,৪৮৫ রান করেছেন। পাশাপাশি অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে তিনি নেতৃত্বও দিয়েছেন।