শেষ আপডেট: 5th March 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্ব স্টিভ স্মিথের (Steve Smith Retirement) হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু, সেমিফাইনাল ম্যাচে পরাজয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি। যদিও টেস্ট এবং টি-২০ ক্রিকেটে এখনও খেলা চালিয়ে যাবে। ক্রিকেট মাঠে ছক্কা হাঁকানোর পাশাপাশি ভালবাসার ২২ গজেও ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। স্টিভ স্মিথের (Steve Smith Love Story) লাভস্টোরি সিনেমার চিত্রনাট্যের থেকে কোনও অংশে কম নয়। এই প্রেমের গল্পে রয়েছে বন্ধুত্ব, ভালবাসা এবং একটি স্মরণীয় প্রেম নিবেদন। আসুন জেনে নেওয়া যাক, স্মিথের সেই অজানা লাভস্টোরি।
স্টিভ স্মিথ এবং ড্যানি উইলিসের (Steve Smith And Dani Willis) মধ্যে ২০১১ সালে প্রথম সাক্ষাৎ হয়। প্রথম দেখাতেই স্টিভ প্রেমে পড়ে যান ড্যানির। সেইসময় ড্যানি আইন নিয়ে পড়াশোনা করছিলেন। অন্যদিকে, স্মিথও নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে ছিলেন যথেষ্ট ব্যস্ত। দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু, দেখতে না দেখতেই সেই সম্পর্কে লাগে প্রেমের রং। সময় যত এগিয়েছে, এই সম্পর্কের ভিত ততই মজবুত হয়েছে। দুজনেই একে অপরের কেরিয়ার নিয়ে উৎসাহ দিতে শুরু করেন। সাপোর্ট করেন।
স্টিভ স্মিথ তাঁর গার্লফ্রেন্ড ড্যানি উইলিস ৭ বছর ধরে চুটিয়ে প্রেম করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রকফেলার সেন্টারে স্টিভ তাঁর প্রেমিকাকে রোম্যান্টিক মেজাজে প্রপোজ করেছিলেন। সেই প্রস্তাব পাওয়ার পর ড্যানিও অবশ্য দ্বিতীয়বার কোনও চিন্তা করেননি। অবশেষে ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর তাঁরা বিয়ে করেন। একেবারে ঘরোয়া বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন দুজনেরই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু এবং পরিবারের লোকজন।
স্টিভ স্মিথের চেয়ে বয়সে ২ বছরের ছোট ড্যানি উইলিস। অস্ট্রেলিয়াতেই তাঁর পড়াশোনা এবং বেড়ে ওঠা। মার্ক্যু বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কলেজে পড়াশোনার পাশাপাশি ওয়াটার পোলো অ্যাথলিট হিসেবে যথেষ্ট নামডাক ছিল তাঁর। এর পাশাপাশি ড্যানি একজন অ্যাথলিট মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজও করেছেন। স্মিথ নিজেই একবার বলেছিলেন, ড্যানি যেমন তাঁর ক্রিকেট খেলার সবথেকে বড় সমর্থক, তেমনই সমালোচকও বটে। কীভাবে আরও ভাল করে স্মিথ পারফরম্যান্স করতে পারেন, সেই ব্যাপারে হামেশাই পরামর্শ দিয়ে থাকেন।
স্টিভ স্মিথ এবং ড্য়ানি উইলিশের সম্পর্ক যে কতটা গভীর, সেটা সোশ্যাল মিডিয়ায় চোখ বোলালেই স্পষ্ট হয়ে যায়। স্মিথ হামেশাই নিজের স্ত্রী'র সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি এবং রোম্যান্টিক পোস্ট শেয়ার করে থাকেন। দুজনের জুটিকে গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরাও বেশ পছন্দ করেন।
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে স্টিভ স্মিথ ১৭০ ম্যাচে মোট ৫,৮০০ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল ৪৩.২৮। একদিনের ক্রিকেটে স্মিথ ১২ শতরান করেছেন। টেস্ট ক্রিকেটের কথা যদি বলতে হয়, তাহলে ১১৬ ম্যাচে তিনি মোট ১০,২৭১ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৫৬.৭৪।
এবার স্মিথের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে একবার চোখ বুলিয় নেওয়া যাক। ৬৭ ম্যাচের ৫৫ ইনিংসে তিনি ১,০৯৪ রান করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএলে তিনি ১০৩ ম্যাচের মধ্যে ৯৩ ইনিংসে মোট ২,৪৮৫ রান করেন। সেইসময় ক্যাপ্টেন্সিও করেছেন।