শেষ আপডেট: 5th March 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) সেমিফাইনালে হেরে একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভ স্মিথ (steve smith retirement)। যদিও টি-২০ এবং টেস্ট খেলা চালিয়ে যাবেন তিনি। প্যাট কামিন্স চোট পেয়ে বসে যাওয়ায় চলতি আইসিসি টুর্নামেন্টে দলকে (Australia) নেতৃত্ব দেওয়ার সুযোগ পান স্টিভ স্মিথ (steve smith odi)। গতকাল ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ ব্যাট হাতে সফল (৭৩ রান) হলেও টিমকে জেতাতে পারেননি। লড়াই হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পরই সতীর্থদের অবসরের কথা জানিয়ে দেন স্মিথ।
দেশের হয়ে দুটো বিশ্বেকাপ জিতেছেন স্মিথ। প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২০১৫ সালে। পরের বার ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে। বছর পঁয়ত্রিশের (steve smith age) অজি ক্রিকেটার আজ ওয়ান ডে-কে বিদায় জানানো বার্তায় বলেন, ‘এটা সত্যি সুন্দর সফর ছিল, যার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। অনেক ভাল সময় ও দুর্দান্ত স্মৃতি রয়েছে। দেশের হয়ে দুটো বিশ্বকাপ জেতা তার মধ্যে অন্যতম। দলের বাকিদের জন্য ২০২৭-এর বিশ্বকাপের প্রস্তুতি শুরুর এটাই খুব ভাল সুযোগ আর তাই আমি এই ভাল সময়েই সরে যেতে চাই।‘
ওয়ান ডে-কে বিদায় জানালেন টেস্ট ক্রিকেটকেই যে নিজের কেরিয়ারে গুরুত্ব দিতে চান, সেটা আরও একবার খোলসা করেছেন স্মিথ। সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজ সফর ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজ। আপাতত এই সমস্ত লড়াইকেই পাখির চোখ করেছনে স্মিথ।
স্টিভ স্মিথের ওয়ান ডে রেকর্ড (steve smith stats):
মোট ম্যাচ—১৭০
মোট রান—৫৮০০
গড়—৪৩.২৮
স্ট্রাইক রেট—৮৬.৯৬
শতরান—১২
অর্ধশতরান—৩৫
সর্বোচ্চ রান—১৬৪ (নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২০১৬ সালে)