শেষ আপডেট: 27th February 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার বার্তাই এবার ভরসা রাজ্য পুলিশের। সদ্য সমাপ্ত রাঁচি টেস্টে ফিল্ডিং করার সময় হেলমেটহীন অবস্থায় সিলি পয়েন্টে দাঁড়িয়েছিলেন সরফরাজ খান। সেইসময় অধিনায়ক রোহিত চিৎকার করে সরফরাজকে সতর্ক করে দেন। তিনি বলেন, আরে ভাই, বেশি হিরোগিরি দেখাতে যেও না, বিপদ বলে-কয়ে আসে না।
রোহিতের বকুনিতে কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে দেখা যায়, সরফরাজ হেলমেট পরেই ফিল্ডিং করতে দাঁড়ান। রোহিতের ওই বার্তাই এবার ভরসা রাজ্য পুলিশের। সারা রাজ্য জুড়ে দেখা যায়, হেলমেটহীন অবস্থায় অনেকেই জোরে বাইক চালাচ্ছেন। কোনও সতর্কবার্তাতেই কাজ হয় না।
No herogiri please!
— West Bengal Police (@WBPolice) February 27, 2024
..
..#SafeDriveSaveLife pic.twitter.com/BglrD44wpV
পশ্চিমবঙ্গ পুলিশ মঙ্গলবার থেকেই রাস্তা জুড়ে একটি বিজ্ঞাপন চালু করেছে। তাতে দেখা যাচ্ছে, রাঁচি টেস্টের সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, নো হিরোগিরি প্লিজ। দয়া করে হিরোগিরি করতে যেও না হেলমেটহীন অবস্থায় বাইক চালিয়ে।
এর আগেও কলকাতা পুলিশ রাস্তাঘাটে সতর্কতার জন্য বিশেষ প্রচারাভিযান চালিয়েছিল। সেবার বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহমানের অবস্ট্রাকিং দ্য ফিল্ড নিয়ে লেখা হয়েছিল, বল কিংবা অজানা লিঙ্ক স্পর্শ করলেই গ্যাঁড়াকল। অনেকেই মোবাইলে আসা কোনও অজানা লিঙ্কে ক্লিক করে টাকা খুইয়েছে। সেই জন্যই এমন লেখা হয়েছিল। এবারও রোহিতের কথা দিয়েই পুলিশের অভিনব প্রচার।