মিচেল স্টার্ক
শেষ আপডেট: 13th March 2025 17:16
দ্য ওয়াল ব্যুরো: একটাই দেশ। তাদের টি-২০, ওয়ান ডে ও টেস্ট টিম একই দিনে আলাদা আলাদা খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমে একইভাবে কড়া টক্কর দিতে পারে। টিম ইন্ডিয়ার দলের গভীরতা ও প্রতিভা নিয়ে এমনই সভ্রমভরা মন্তব্য করলেন মিচেল স্টার্ক।
আসন্ন আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামবেন স্টার্ক। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফি খেলেননি তিনি। চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে যান। যদিও আইপিএলে নামার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার।
ভারতে এসে আইপিএল সংক্রান্ত প্রশ্নোত্তরে সাংবাদিকদের করা সওয়ালের জবাবে স্টার্ক টিম ইন্ডিয়াকে প্রশংসায় ভরিয়ে দেন। সেই সময় তিনি মন্তব্য করেন, ‘আমার মনে হয় ভারতই একমাত্র দেশ যাদের টেস্ট টিম অস্ট্রেলিয়ায়, ওয়ান ডে টিম দক্ষিণ আফ্রিকায় এবং দক্ষিণ আফ্রিকায় তাদের টি-২০ টিম খেলতে পারে। আর এরপরেও তারা একইভাবে লড়াই করবে। দুনিয়ার আর কোনও দল এটা করতে পারবে না।‘
ভারতের এই বিরল ক্ষমতার কারণ কি আইপিএল? এই নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও স্টার্ক জানান, ‘আইপিএল কোনও অ্যাডভান্টেজ কি না জানি না। এখন খেলোয়াড়রা পৃথিবীজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। যদিও ভারতীয় ক্রিকেটাররা শুধুমাত্র আইপিএলে নামে। অবশ্যই আইপিএল পণ্য হিসেবে এক নম্বর। ভারতের সমস্ত ক্রিকেটাররা এতে খেলে। প্রচুর প্রতিভা উঠে আসে। এটা সত্যি সবার উপরে। কোনও সন্দেহ নেই আইপিএল খুবই বড় মাপের টুর্নামেন্ট। আর এতে প্রচুর প্রতিভাবান ক্রিকেটাররা খেলেন। এর ফলে ভারতীয় ক্রিকেটের গভীরতাও বেড়েছে।‘