শেষ আপডেট: 30th January 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: অন্তত আগামি চারদিনের জন্য ক্রিকেটের মহাকুম্ভ হতে চলেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (পুরোনো ফিরোজ শাহ কোটলা)। আর কুম্ভ মানেই যেমন প্রবল জনসমাগম, হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি—সেই ছবিই ফিরে এল দিল্লির বুকে। কেন্দ্রে কোনো মৌনী অমাবস্যার তিথিনক্ষত্রের যোগ নয়, নেপথ্যে রয়েছেন নায়ক ‘চিকু’ থুড়ি বিরাট ‘কিং’ কোহলি।
‘এটা কোনও সাধারণ রঞ্জি ম্যাচ নয়। আমাদের নিজেদের চিকু খেলতে নামছে কাল। দিল্লি পুলিশকে বিশেষভাবে অনুরোধ করেছি, যাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। তিনটি গেট খোলা থাকবে। ১০ হাজার দর্শক আসবেন এমনটা অনুমান করছি। তাঁরা বসবেন গৌতম গম্ভীর স্ট্যান্ডে। তবে কাউকেই টিকিট কাটতে হবে না। আধার কার্ড ও তার প্রতিলিপি সঙ্গে করে আনলেই ঢোকার সুযোগ মিলবে।‘--দিল্লি ক্রিকেটের সেক্রেটারি অশোককুমার শর্মার বক্তব্যে সবরকম প্রস্তুতির আত্মবিশ্বাসী ঝলক ফুটে উঠেছিল।
কিন্তু কার্যক্ষেত্রে আজ সাতসকালে স্টেডিয়াম চত্বর ও আশপাশে যে ছবিটি ফুটে উঠল, তাতে এত ঢক্কানিনাদই সার! সাতসকালে মেট্রোর একের পর এক গেট থেকে পিলপিল করা জনতার স্রোত পা বাড়ায় স্টেডিয়ামের উদ্দেশে। পুলিশের তরফে প্রথমে ঘোষণা করা হয় ছাত্রছাত্রী ও কিশোর-কিশোরীদের ১৬ নম্বর গেটের পাশে ব্যাগ রেখে ভেতরে ঢুকতে হবে। সেই ব্যাগ রাখা ও নিয়ে আসা নিয়ে প্রাথমিকভাবে বিশৃঙ্খলা শুরু হয়। হুড়োহুড়িতে পড়ে যান দুই দর্শক। অনেকে টাল খেয়ে পড়েন পাশে দাঁড়ানো পুলিশের বাইকের উপর। অনেকের জুতো খুলে যায়। সেটা আনতে পিছনে সরার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
বাচ্চা ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে এসেছিলেন অনেকে। এই অবস্থায় তাদের ঘাড়ে বসিয়ে স্টেডিয়ামের দিকে পা বাড়ান তাঁরা। পরিস্থিতি বেগতিক বুঝে তিনটি গেট (৬,১৬,১৭) ছাড়াও অতিরিক্ত একটি দরজা খোলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। গৌতম গম্ভীর স্ট্যান্ড ছাড়াও বিষেণ সিং বেদী স্ট্যান্ডে দর্শকদের বসার অনুমতি মেলে।
মাঠের বাইরে যখন বজ্র আঁটুনির এই দৃশ্য, তখন মাঠের ভেতরেও ফস্কা গেরোর ছবি ফুটে ওঠে। টসে জিতে দিল্লি বোলিং করার সিদ্ধান্ত নেয়। স্লিপে ফিল্ডিং করছিলেন কোহলি। হঠাৎই নিরাপত্তারক্ষীদের নজরদারি এড়িয়ে এক দর্শক হাত মুঠো করে বিরাটের দিকে ছুটে যান। সাষ্টাঙ্গে প্রণাম করে নিরস্ত হলে মোতায়েন রক্ষীরা পিছু ধাওয়া করে তাকে ধরে নিয়ে যান।
A Fan entered the ground to meet Virat Kohli and he touched Kohli's feet. ???????? (Sarah Waris).
— Tanuj Singh (@ImTanujSingh) January 30, 2025
KING KOHLI - THE EMOTIONS, THE GOAT. ????https://t.co/oytIGjtu1k
যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় হাল্কা হতে শুরু করে। কোহলির ফিল্ডিং দেখার উন্মাদনা হারান অনেকেই। গেট দিয়ে বেরোতে শুরু করে দর্শকদের একটা অংশ। কিন্তু পুলিশ জানায়, এখনই বেরোনো যাবে না। তাই নিয়ে তর্কাতর্কি, বচসায় জড়িয়ে পড়েন কেউ কেউ। মোট কথা, ব্যাট হাতে না নামলেও ঘটনার ঘনঘটা কিন্তু বিরাট কোহলিকে ছেড়ে গেল না।