শেষ আপডেট: 30th November 2021 15:28
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সচিব পদ থেকে আচমকা ইস্তফা সৃঞ্জয় বসুর। কেন তিনি সরলেন, এই নিয়ে নাটক শুরু হয়ে গিয়েছে ক্লাবে। বুধবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে টানটান ম্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। তার আগে সচিবের সরে যাওয়ার ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। মনে করা হচ্ছে এটিকে-র সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে, তিনি কিছু জানতে পারছেন না, সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, সেই কারণেই তিনি সরে গিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বোমা ফাটিয়ে কার্যকরী কমিটির কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন ব্যক্তিগত কারণে সচিব পদ থেকে অব্যাহতি চাইছেন তিনি। সৃঞ্জয় চিঠি দিয়েছেন তাঁর বাবা ক্লাবের সভাপতি স্বপনসাধন (টুটু) বসুকে জানিয়ে। পাঠানো চিঠির বয়ান, “ব্যক্তিগত কারণে ক্লাবের সচিব পদের দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি। অবিলম্বে এই ইস্তফাপত্র কার্যকর করা হোক। নিজের দায়িত্ব পূর্ণ করার চেষ্টা করেছি। বছরের পরে পর বছর ধরে যে দক্ষতায় ক্লাব এগিয়ে গিয়েছে, সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এমনটাই আশা করছি। নির্বাচনের সময় কমিটি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা অধিকাংশই পূরণ করা হয়েছে।” সচিব পদ থেকে ইস্তফা দিলেও ক্লাবের একনিষ্ঠ সমর্থক এবং সদস্য হয়েই থাকতে চান তিনি। তাঁর বক্তব্য, ‘‘আমি চিরদিন এই ক্লাবের উৎসাহী সমর্থক এবং সদস্য হিসাবে থেকে যাব। যাঁরা আমার প্রতি আস্থা দেখিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।” ক্লাবের পাশে থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের অগণিত সদস্য এবং সমর্থকদের, যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। ২০২০ সালের জানুয়ারি মাসে মোহনবাগানের সচিব হন সৃঞ্জয়। তিনি থাকতেই দলের নাম এটিকে-মোহনবাগান হয়। তিনি এই সংযুক্তিকরণের পক্ষে থাকলেও পরের দিকে মানতে চাননি, এই নিয়ে ক্লাবের অন্দরে প্রবল টানাপোড়েন হয়েছে। সৃঞ্জয় চাইছিলেন এটিকে-র সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নিতে, কিন্তু দেবাশিসের সঙ্গেও তাঁর সম্পর্ক নাকি আগের মতো নয়, তাও ক্লাবে শোনা যাচ্ছে। মোহনবাগানের শীর্ষ পদ থেকে সরে যাওয়ার আগে সৃঞ্জয় বাবার অনুমতি নিয়ে নিয়েছেন। টুটু বাবুও নাকি পুত্রকে সরে যাওয়ার ব্যাপারে সায় দিয়েছেন।