শেষ আপডেট: 28th January 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো : ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটা আরা একবার প্রমাণিত হয়ে গেল। গত ২ অ্যাওয়ে ম্যাচে পরপর ড্র করার পর বাগান সমর্থকরা কার্যত হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিরতেই একেবারে ভোলবদল। সোমবার (২৭ জানুয়ারি) বেঙ্গলুরু এফসি-কে তারা ১-০ গোলে পরাস্ত করেছে। সবথেকে বড় কথা, চলতি মরশুমে ঘরের মাঠে অপ্রতিরোধ্য রেকর্ডও তারা অক্ষুণ্ণ রেখেছে।
ম্যাচের শেষে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু কার্যত আনন্দে আত্মহারা হয়ে পড়েন। ম্যাচের শেষে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বেঙ্গালুরুর বিরুদ্ধে বরাবরই জ্বলে ওঠে মোহনবাগান সুপার জায়ান্ট। এর পিছনে আসল রহস্যটা কী? জবাবে সৃঞ্জয় বললেন, 'ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও আমরা যেমন বরাবরই জ্বলে উঠি, ১১-র মধ্যে ১০ ম্যাচ জিতেছি। এটাও ঠিক তেমনই। আর আজকে তো আর কেউ বলতে পারবে না যে রেফারির বদান্যতায় জিততে পেরেছি।'
তিনি আরও যোগ করেছেন, 'এত লম্বা একটা লিগের দু'একটা ম্যাচ ড্র হতেই পারে। আমি সবসময় একটাই কথা বলে এসেছি, এই খেলায় ভরসা রাখতে হবে। দু'একটা ম্যাচ ড্র হল, কোনও ম্যাচ আবার হারতেও পারি। তবে এটা একটা সুদীর্ঘ প্রক্রিয়া। পাশে থাকতে হবে।'
প্রসঙ্গত, এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে একমাত্র গোলটি করেছেন লিস্টন কোলাসো। ম্যাচে ৭৪ মিনিটে তাঁর পা থেকে আগুনের গোলার মতো একটা ভলি বেরিয়ে আসে। সেই শট আটকানোর ক্ষমতা বেঙ্গালুরু এফসি-র গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর কাছে ছিল না। ইতিমধ্যে ফুটবল সমর্থকরা এই গোলের প্রশংসা শুরু করে দিয়েছেন।
তবে সৃঞ্জয় বসু স্বীকার করলেন, 'আজ আমাদের দল খুব একটা ভাল খেলেনি। ভাগ্য ভাল যে গোলটা পেয়ে গিয়েছে। যদিও গোলটাই আসল। তবুও আমি বলব যে এই দলটাকে আরও ভাল খেলতে হবে। মাঝখানে ২ ম্যাচ ড্র হওয়ার পর এই দলে ছন্দের অভাব দেখতে পাওয়া গিয়েছিল। আশা করব, টিম কম্বিনেশন নিয়ে আরও বেশি করে আলোচনা করা হবে।'