শেষ আপডেট: 5th March 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: সামনে যেই পড়ুক, চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিতবে টিম ইন্ডিয়াই (India)। ৯ মার্চ ফাইনালের আগে বড় দাবি করলেন প্রাক্তন ভারতীয় পেসার এস শ্রীসন্থ (S. Sreesanth)।
ঠিক কোন মন্ত্রে খেতাব জিতবে ভারত, তার রহস্য খোলসা করতে গিয়ে তিনি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির উপদেশ স্মরণ করিয়েছেন। শ্রীসন্থ বলেন, ‘এখন আমাদের প্রসেসে ভরসা রেখে এগোতে হবে। মাহিভাই আমাদের একথাই বলতেন। এমনকী সৌরভ গাঙ্গুলিও। দাদা সবসময় মনে করাতেন, মাথা ঠান্ডা রাখো এবং প্রসেসকে বিশ্বাস করো। বর্তমান ভারতীয় দলও একই পথে রয়েছে। গৌতম ভাই দারুণ কাজ করছেন।‘
ফাইনালে ভারতীয় ক্রিকেট দলের প্রতিপক্ষ কে সেটা জানা যাবে আজই। দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড—কাকে পেলে আশ্বস্ত হবেন? প্রশ্নের জবাবে লক্ষ্যভেদী ইয়র্কার ছাড়লেন শ্রীসন্থ। জানালেন, ‘যেই হোক, কিচ্ছু আসে যায় না। ভারতই জিতবে। দলে এখন ইতিবাচক শক্তি। সকলে খেলছে চমৎকার। যেভাবে কোহলি একদিক ধরে রেখেছে, শ্রেয়স চালিয়ে খেলছে—আমরা ভাল কিছুর আশা করতেই পারি।‘
উল্লেখ্য, সেমিফাইনালে ৮৪ রানের পাশাপাশি পাকিস্তান ম্যাচে অপরাজিত শতরান। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগুনে ফর্মে রয়েছেন কোহলি। দলের বাকিরাও হাল ধরছেন। অস্ট্রেলিয়া ম্যাচে রোহিত, শুভমান ব্যর্থ হন। কিন্তু বিরাটকে সঙ্গত দেন শ্রেয়স। পরে পিঞ্চহিটারের কায়দায় চালিয়ে খেলে ম্যাচ অজি বাহিনীর হাত থেকে কেড়ে আনেন হার্দিক পান্ডিয়া।