
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাটদের যাওয়ার রাস্তা কী, সামনে পড়তে পারে কোন দেশ
করোনার পরে ফের খেলা শুরু হলেও এখনও অনেক দেশ অনেক দেশে খেলতে যেতে চাইছে না। যেমন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তার ফলে এবার সিরিজ জেতার পয়েন্ট নয়, বরং পয়েন্টের শতাংশের বিচারে ঠিক হবে কোন দুই দেশ আগামী ১৮ জুন লর্ডসের ময়দানে মুখোমুখি হতে চলেছে। সেদিক থেকে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড সিরিজই ঠিক করবে ফাইনাল কারা খেলবে।
এই মুহূর্তে পয়েন্টের শতাংশের বিচারে শীর্ষে রয়েছে ভারত। পয়েন্ট ৭১.৭ শতাংশ। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। পয়েন্ট ৭০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৯.২ শতাংশ। চারে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৬৮.৭ শতাংশ।
ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে নিউজিল্যান্ড। কারণ তাদের আর কোনও সিরিজ নেই। তাই দ্বিতীয় স্থানে থাকায় একটা দল হিসেবে কেন উইলিয়ামসনদের খেলা পাকা।
এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সম্ভাবনা সবথেকে বেশি বিরাটদের। কিন্তু তারপরেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ারও সুযোগ রয়েছে ফাইনালে ওঠার। দেখে নিন হিসেব-
ভারত ফাইনাল খেলবে: ভারত যদি ইংল্যান্ডকে ২-০, ২-১, ৩-০, ৩-১ বা ৪-০ ব্যবধানে হারায় তাহলে শীর্ষে থেকেই ফাইনাল খেলবে তারা।
ইংল্যান্ড ফাইনাল খেলবে: ইংল্যান্ড যদি ৩-০, ৩-১ বা ৪-০ ব্যবধানে ভারতকে হারাতে পারে তাহলে ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে দেশের মাটিতে ফাইনাল খেলবে তারা।
অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে: অস্ট্রেলিয়া আর কোনও সিরিজ না খেললেও তাদেরও ফাইনাল খেলার সুযোগ রয়েছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ যদি ড্র হয়, অথবা ভারত ১-০ ব্যবধানে সিরিজ জেতে, কিংবা ইংল্যান্ড ১-০, ২-০ বা ২-১ ব্যবধানে সিরিজ জেতে তাহলে ভারতের শতাংশ কমবে। ফলে তখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে অজিরা।