Latest News

পুজারা সম্পর্কে কোনও প্রশংসা যথেষ্ট নয়, দেশের জন্য গোটা শরীরে বল খেয়েছে: গাভাসকার  

দ্য ওয়াল ব্যুরো: গাব্বায় অজি দম্ভ চুরমার করে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। আর এই জয়ে যোগদান করেছেন শুবমান গিল থেকে শুরু করে ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দরদের মতো তরুণরা। কিন্তু একজন সবার অলক্ষ্যে নিজের কাজ করে গিয়েছেন। ২০০-র উপর বল খেলে শুবমান, ঋষভদের থিতু হওয়ার সময় দিয়েছেন। তিনি চেতেশ্বর পুজারা। তাঁর প্রশংসা শোনা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকারের কথায়। বললেন, পুজারার জন্য কোনও প্রশংসা যথেষ্ট নয়।

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন গাভাসকার। তিনি বলেন, “এটা সত্যিই ম্যাজিক। ভারতীয় ক্রিকেটের ম্যাজিক মুহূর্ত। ওরা শুধুমাত্র ম্যাচ বাঁচানোর জন্য প্রস্তুতি নেয়নি। ওরা গিয়ে ম্যাচ জিতে সিরিজটা গর্বের সঙ্গে শেষ করতে চেয়েছিল। তরুণ ভারত এটা করে দেখিয়েছে। তরুণ ভারত পথ দেখিয়েছে। তরুণ ভারত দেখিয়েছে যে তারা ভয় পায় না। এটা একটা দুরন্ত জয়।”

যেভাবে দলগত প্রচেষ্টার ফলে এই জয় ভারতীয় দল পেয়েছে তার প্রশংসা করেছেন গাভাসকার। তিনি বলেন, “এটা শুরু হয়েছিল শুবমান গিলের হাত ধরে। তারপরে পুরনো ঘোড়া চেতেশ্বর পুজারা এটা নিশ্চিত করে যে মাঝখানকার সেশনে কোনও উইকেট না পড়ে। তারপরে ঋষভ পন্থকে আবার ৫ নম্বরে পাঠানো হল। ও নিজের কাজ করে দিল। তার ফলে এখনও অধিনায়ক হিসেবে একটাও টেস্ট হারল না রাহানে।”

তবে যেভাবে পঞ্চম দিনের শুরুতে অজি পেস আক্রমণের বিষ নিজের গায়ে নিয়ে অন্য প্রান্তে শুবমান বা ঋষভদের থিতু হওয়ার সময় পুজারা দিয়েছেন তার প্রশংসা করেছেন সবাই। শরীর, হাত, হেলমেট কোথায় না তাঁর বল লাগেনি। কিন্তু যোদ্ধার মতো বারবার উঠে দাঁড়িয়েছেন তিনি। লড়াই করেছেন। আর তাঁর প্রশংসা শোনা গিয়েছে গাভাসকারের গলাতেও।

তিনি বলেন, “ওর সম্পর্কে কোনও প্রশংসা যথেষ্ট নয়। ভারতীয় ক্রিকেটের জন্য, ভারতীয় ক্রিকেট দলের জন্য নিজের শরীরকে এগিয়ে দিয়েছে পুজারা। গ্লাভস, শরীর, হেলমেটে বল লাগার পরেও ও দাঁড়িয়ে থেকেছে। ও থাকায় অন্যদিকে তরুণ ব্যাটসম্যানদের শট খেলতে সুবিধা হচ্ছিল। কারণ ওরা জানত উল্টোদিকে একজন ইনিংস ধরে রেখেছে। কারণ দ্বিতীয় সেশনে ভারত দুই উইকেট হারালে কিন্তু ছবিটা অন্যরকম হয়ে যেত।”

You might also like