Latest News

ঋদ্ধি নয়, ঋষভেই ভরসা কোহলির, স্কোয়াডে থাকলেও প্রথম এগারোয় নেই বঙ্গসন্তান

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই সিরিজের দিকে তাকিয়ে রয়েছে সবাই। কারণ এই সিরিজই ঠিক করে দেবে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কে খেলবে। এই সিরিজে রাহানের জায়গায় ফের অধিনায়ক হিসেবে ফিরছেন বিরাট কোহলি। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বিরাট জানালেন, রাহানের প্রতি অসম্ভব শ্রদ্ধা রয়েছে তাঁর। তার সঙ্গে বিরাট জানিয়ে দিলেন, এই টেস্টে ঋদ্ধিমান সাহা নয়, বরং ঋষভ পন্থই সুযোগ পাবেন প্রথম একাদশে।

বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন, “ড্রেসিং রুমের ভিতরে যা হয় সেটা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। শুধুমাত্র আমি আর রাহানে নয়, পুরো দলই বিশ্বাসের উপর ভিত্তি করে চলে। যেভাবে রাহানে অস্ট্রেলিয়াতে নেতৃত্ব দিয়েছে তা প্রশংসার দাবি রাখে। এটা মাঠ ও মাঠের বাইরে একটা পারস্পরিক সম্মান প্রদর্শন। আমাদের পার্টনারশিপ সামনের দিনেও একই থাকবে।”

অস্ট্রেলিয়ায় দুরন্ত ক্রিকেট খেলেছেন ঋষভ পন্থ। তাঁর কিপিং নিয়ে সমালোচনা হলেও ব্যাটিং দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। আর তাই কালকেও ঋষভকেই দস্তানা হাতে দেখা যাবে বলে জানিয়ে দিলেন বিরাট। তিনি বলেন, “ঋষভ কাল কিপার হিসেবে খেলবে। অস্ট্রেলিয়াতে সম্প্রতি ভাল ক্রিকেট খেলেছে ও। ঋষভ এখন ভাল জায়গায় আছে। তাই আমরা চাই এই পরিস্থিতি থেকে আগামী দিনে আরও উন্নতি করুক ঋষভ।”

আগামী দিনেও পন্থকে ভরসা জুগিয়ে যাবে ম্যানেজমেন্ট এমনটাই জানিয়েছেন বিরাট। তিনি বলেন, “ঋষভ ভাল খেলেছে। ও সাদা বলের ক্রিকেটে দলে ছিল না। কিন্তু নিজের ফিটনেস ধরে রেখেছে। আমরা কেন ঋষভকে ভরসা জোগাই তার একটা ছবি অস্ট্রেলিয়াতে দেখা গিয়েছে। আমরা আগামী দিনেও ওকে ভরসা জুগিয়ে যাব। কঠোর পরিশ্রম করলে আগামী দিনে আরও ধারাবাহিক হলে এমন একজন ম্যাচউইনার ঋষভ হয়ে উঠবে যাকে বিপক্ষ ভয় পাবে।”

বিরাট দলে ফেরায় ভারতীয় দলের কম্বিনেশনে বদল হবে। ওপেনার হিসেবে তরুণ শুবমান গিল ও অভিজ্ঞ রোহিত শর্মার উপরেই ভরসা রাখবে দল। বিরাট বলেন, “আমরা চাইছি রোহিত ও শুবমান প্রতিটি টেস্ট খেলুক আর আমাদের ভাল শুরু দিক। যে টেস্টগুলি আমরা জিতেছি তার অন্যতম বড় কারণ হল ভাল শুরু। তাই শুবমান ও রোহিত আমাদের ভাল শুরু দিলে বড় রান করতে পারব আমরা।”

অস্ট্রেলিয়ায় দলে থাকলেও সুযোগ মেলেনি। কিন্তু দেশের মাটিতে কুলদীপ যাদব সুযোগ পেতে পারেন। বিরাট বলেন, “আমাদের একটা ভারসাম্য রয়েছে। অনেক দিন টেস্ট খেলেনি কুলদীপ। নিউজিল্যান্ডের পরিবেশে তিন স্পিনার খেলানো যায় না। তাই এবার ঘরোয়া পরিবেশে দলের চিন্তাভাবনায় রয়েছে কুলদীপ।”

তবে চূড়ান্ত প্রথম একাদশ ঠিক হবে ম্যাচের দিন সকালেই। এখন দেখার ইংল্যান্ডের বিরুদ্ধে কোন কম্বিনেশনে খেলেন বিরাটরা।

You might also like