
বিরাট স্পর্শ করলেন নেতা ধোনিকে, অক্ষর ফেরালেন দিলীপ দোশীর স্মৃতি
মাসও ঘুরল না। ঘরের মাঠে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টেই কোহলির নেতৃত্বে ভারতীয় দলের দুর্দান্ত জয়ে সব সমালোচনা থেমে গিয়েছে।
যে মাঠে গত ম্যাচে হেরেছিল দল, সেই চিপকেই পরের টেস্ট ৩১৭ রানে জিতে অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন কোহলি। ঘরের মাঠে টেস্ট জয়ের সংখ্যায় স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনিকে। অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে সবথেকে বেশি টেস্ট জয়ে এখন যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন কোহলি এবং ধোনি। দু’জনেরই দেশের মাটিতে টেস্ট জয়ের সংখ্যা ২১। দেশের মাটিতে কোহলি অবশ্য ধোনির থেকে দুই টেস্ট কম নেতৃত্ব দিয়েছেন।
এই জয়ে শুধু সিরিজে সমতাই ফেরাল না ভারত। হল আরও অনেক রেকর্ড। যেমন রানের বিচারে দেশ, বিদেশ মিলিয়ে এটি ভারতের পঞ্চম বড় জয়। তাৎপর্যপূর্ণ হল, প্রথম ছয়টি বড় জয়ের মধ্যে পাঁচটিই এসেছে কোহলির নেতৃত্বে।
তৃতীয় বড় জয়টি ধোনির নেতৃত্বে। ইংল্যান্ডের বিরুদ্ধে আবার ভারতের এটিই সবথেকে বড় জয়। আগের রেকর্ড ছিল ১৯৮৬ সালে লিডসে ২৭৯ রানে জয়। এশিয়া মহাদেশে এটি ইংল্যান্ডের সবথেকে বড় রানে হার। আগের রেকর্ড ছিল ২০১৬-১৭ মরশুমে বিশাখাপত্তনমে ২৪৬ রানে হার।
অক্ষর পটেল অভিষেকে নিলেন এক ইনিংসে পাঁচ উইকেট। এটাও রেকর্ড। এর আগে ভারতীয়দের মধ্যে টেস্ট অভিষেকে ইনিংসে পাঁচ উইকেট রয়েছে নরেন্দ্র হিরওয়ানি, রবিচন্দ্রন অশ্বিন, দিলীপ দোশী, মহম্মদ শামি, অমিত মিশ্র, মহম্মদ নিসার, আবিদ আলি, ভিভি কুমারের।
অক্ষর হলেন নবম ভারতীয় বোলার যিনি টেস্ট অভিষেকে নিলেন ইনিংসে পাঁচ উইকেট। আর দোশীর পর তিনি দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।