Latest News

শর্তসাপেক্ষে টোকিও অলিম্পিকে দর্শক প্রবেশের অনুমতি দিল আয়োজকরা

দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিক নিয়ে আর সেইরকম জটিলতা নেই। মেগা আসর হবে, তেমনই বলা হয়েছে জাপান প্রশাসন মারফৎ। গতবছরই হওয়ার কথা ছিল, করোনা মারণ ভাইরাসের জন্য পিছিয়ে গিয়েছে একটি বছর। তাই যেনতেন প্রকারেণ এবার করতেই হবে, সেই পনই নিয়েছে আয়োজকরা।

আগামী মাসেই জাপানে শুরু হতে চলেছে অলিম্পিক। হাতে বাকি আর কয়েকদিন। এই পরিস্থিতিতে স্টেডিয়ামগুলিতে দর্শক প্রবেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়েছে প্রতিযোগিতার সংগঠকরা।

নানা জল্পনা শেষে জানানো হয়েছে, জাপানের স্টেডিয়ামগুলিতে মোট দর্শকাসনের ৫০ শতাংশকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে সবমিলিয়ে ১০ হাজার জন দর্শকই খেলা দেখতে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারবেন। কখনই যেন তার বেশি না হয়। বিদেশীদের ক্ষেত্রে কড়া নিয়ম থাকবে। প্রটোকল মেনেই মাঠে প্রবেশের অনুমতি থাকবে।

সোমবার অলিম্পিকের আয়োজকদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানেই জানানো হয়েছে, ‘‘করোনা আবহে পাবলিক ইভেন্টগুলিতে সরকারের জারি করা নির্দেশ মেনে আসন্ন অলিম্পিকে স্টেডিয়ামগুলিতে ৫০ শতাংশ দর্শকের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।’’ প্যারা অলিম্পিকে কতজন দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত আগামী ১৬ জুলাই গ্রহণ করা হবে।

আয়োজকদের তরফ থেকে পরিষ্কার এও জানিয়ে দেওয়া হয়েছে, করোনার সংক্রমণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে স্টেডিয়ামগুলিকে দর্শক প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হতে পারে। সেক্ষেত্রে বাকি প্রতিযোগিতা ‘ক্লোজড ডোর’ আয়োজিত হবে।

গেমসের সংগঠক, জাপান সরকার, টোকিও প্রশাসন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির বৈঠকের পরই এদিনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এমন গুরুত্বপূর্ণ বিষয়টি।

You might also like