Latest News

মোতেরা টেস্টে ফিরল সেই আম্পায়ারিং বিতর্ক, সমালোচনায় নেমে পড়লেন মার্ক ওয়ারা

দ্য ওয়াল ব্যুরো: মোতেরার চলতি টেস্ট ম্যাচ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এ ম্যাচে ব্রিটিশরা জিতে গেলে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট হতে পারবে না। এই টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ জিতবে ভারত। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে খেলবে দলটি। ওদিকে ইংল্যান্ড টেস্ট জিতে নিলে সিরিজ সমতায় শেষ হবে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে অস্ট্রেলিয়া। এমন এক ম্যাচেই আবারও হাজির হল আম্পায়ারিং নিয়ে বিতর্ক।

ভারতের রান তখন ১৫২। ঋষভ ও ওয়াশিংটন সুন্দরের জুটিতে এসেছে মাত্র ৬ রান। এমন সময় অফ স্পিনার ডম বেসের একটি বল প্যাডে আঘাত হানে। জোরাল আবেদন করে ইংল্যান্ড। কিন্তু আম্পায়ার নীতিন মেনন সাড়া দিলেন না। রিভিউ নিয়ে নেন ইংলিশ অধিনায়ক। রিপ্লেতে দেখা গেছে বল বেলে লাগত। কিন্তু যেহেতু আম্পায়ার আউট দেননি, ‘আম্পায়ার্স কল’ হিসেবে সে যাত্রায় বেঁচে যান ঋষভ। সে ধাক্কা সামলে দ্রুতই ফিফটি পেরিয়ে যান তিনি। ফিফটির পর আরও আগ্রাসী হয়ে উঠে মাত্র ৩৩ বল পরই পেয়ে যান সেঞ্চুরি।

পন্থের ইনিংসে ম্যাচের গতি বদলে যাওয়াতেই তাঁর ওভাবে বেঁচে যাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ, পন্থের একটু আগেই রোহিত শর্মা এলবিডব্লিউ হয়েছিলেন। সেবারও রিভিউতে দেখা গেছে, বেলে লাগবে বল। এ নিয়ে সমালোচনা করতে দেখা যায় মার্ক ওয়া, ঈশা গুহ ও প্যাট কামিন্সকে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন ঋষভকে যদি আউট না দেওয়া হয়, তবে রোহিত কিংবা গতকাল জনি বেয়ারস্টকে আউট দেওয়া অন্যায়। জ্যাক মেন্ডেল নামে এক দর্শক যেমন বলেন, ‘‘দুঃখিত, বেয়ারস্ট বা রোহিত কাউকেই এলবিডব্লিউ দেওয়া ঠিক হয়নি।’’

তার মানে এগিয়ে চলা ম্যাচেও ফের আম্পায়ারিং বিতর্ক দেখা যাবে না, কে বা বলতে পারে!

You might also like