শেষ আপডেট: 7th November 2020 11:35
দ্য ওয়াল ব্যুরো: কথাতেই রয়েছে যে দলের ক্যাপ্টেন ফর্মে থাকে, সেই দলকে রোখা মুশকিল। একবার এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘‘ক্যাপ্টেন মেজাজে থাকলে দলের অর্ধেক কাজ সারা হয়ে যায়, কারণ তাঁর আত্মবিশ্বাসই দলের বাকি কাজ সতীর্থদের দিয়ে করিয়ে দেয়।’’ চলতি আইপিএলে এবার সেটাই দেখা গেল ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে। ইতিমধ্যেই তিনি পাঁচশ রান অতিক্রম করে গিয়েছেন। তার থেকেও বড় বিষয় হচ্ছে, ওই অস্ট্রেলীয় নামী তারকার ধারাবাহিকতা। যখন পুরো দল ব্যর্থ, সেইসময় তাঁর ব্যাট ঝলসে উঠেছে, আর তাতে কার্যসিদ্ধিও হয়ে গিয়েছে। চলতি আইপিএল একেবারে শেষ সীমায় এসে হাজির হয়েছে। অব্যর্থভাবে প্রশ্ন উঠছে, কার হাতে উঠবে কাপ? গত ম্যাচে বিরাট কোহলিদের বিপক্ষে তিনি হয়তো রান পাননি, তবুও বলা হচ্ছে, ‘ল অব অ্যাভারেজ’ খেটে গেলে বাকি দুই ম্যাচে ওয়ার্নারের ব্যাট আবারও আশা দেখাবে দলকে। এই না হয় গেল দলনেতার ফর্মের কথা, তারপরেও ওয়ার্নারের টস ভাগ্য এবার এতটাই সুপ্রসন্ন যে তিনি ১১ ম্যাচে টস জিতে নিজের মতো সিদ্ধান্ত নিতে পেরেছেন। গত রাতে আরসিবি-র বিপক্ষে ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার। তবে টস জয়ের রেকর্ডটি ওয়ার্নারের একার নয়। ২০১৭ সালের আসরে ১১ বার টস জিতেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। পরের বছর সমান ১১ ম্যাচে টস জেতেন চেন্নাইয়ের এম এস ধোনি। আর এবার ওয়ার্নারও। এবং চমকপ্রদ তথ্য হচ্ছে, যাঁরাই বেশিবার টস জিতেছে, সেই দলই শেষমেশ চ্যাম্পিয়ন হয়েছে। কেননা কাকতালীয়ভাবে ২০১৭ সালে ১১ টস জেতার সময় শিরোপা জিতেছিল রোহিতের মুম্বই এবং পরের বছর চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির চেন্নাই। তাই সেই হিসেব যদি ঠিকভাবে এবার এগোয়, তা হলে দিল্লিকে হারিয়ে ফাইনালে ওঠা তো আছেই, এমনকি রোহিতের মুম্বইকে হারিয়ে ১৩তম আসরে চ্যাম্পিয়নও হতে পারে ওয়ার্নারের দল। প্রসঙ্গত, ২০২০-তে খেতাব পেলে তারা দ্বিতীয়বার সেরা হবে কোটিপতি লিগে।