Latest News

শুভমানের চোট, তৃতীয় টেস্টে দলে শামি-সাইনি!

দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারের শুরুটা দুর্দান্ত করেছেন তিনি। এর মধ্যেই ভারতের টেস্ট দলের ওপেনারের জায়গা দখল করে নিয়েছেন শুভমান গিল। কিন্তু তৃতীয় টেস্টের আগে খারাপ খবর ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। চোট পেয়েছেন শুভমান। ফলে মোতেরায় পরের ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এর মধ্যেই জানা গিয়েছে, তৃতীয় টেস্টের আগে দলে ফিরতে পারেন দুই পেসার মহম্মদ শামি ও নবদীপ সাইনি।

চিপকে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শর্ট লেগে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শুভমান। ড্যানিয়েল লরেন্সের মারা সুইপ সরাসরি বাঁ’হাতে লাগে তাঁর। যথেষ্ট যন্ত্রণায় দেখা যাচ্ছিল তাঁকে। কিন্তু তারপরে আর বেশি খেলা হয়নি। খেলা শেষে তাঁকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। যদিও রিপোর্টের বিষয়ে এখনও বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি। ফলে তৃতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেডে প্রথম টেস্টে কব্জির হাড়ে চিড় ধরেছিল মহম্মদ শামির। সঙ্গে সঙ্গে তাঁকে দেশে ফেরানো হয়। তারপর থেকে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাব করছেন শামি। অন্যদিকে নবদীপ সাইনিও তৃতীয় টেস্টে চোট পান। তিনিও রয়েছেন এনসিএ-তে। দুজনেই সম্পূর্ণ ফিট বলেই জানা গিয়েছে। তাই তাঁদের দলে জায়গা দেওয়া হতে পারে।

চিপকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল জশপ্রীৎ বুমরাহকে। তাঁর জায়গায় খেলেন মহম্মদ সিরাজ। চিপকে ঘূর্ণি পিচ থাকায় তিন স্পিনারে খেলেছিল ভারত। মোতেরায় কেমন পিচ তা এখনও জানা যায়নি। তবে সেখানে নতুন স্টেডিয়াম হওয়ায় মনে করা হচ্ছে ফাস্ট বোলারদের জন্য যথেষ্ট সুবিধা থাকবে। সেক্ষেত্রে তিন পেসারেও খেলতে পারে ভারত। তেমনটা হলে সিরাজের জায়গায় বুমরাহ ও শামি দলে ফিরলে ভারতের সেরা পেস ত্রয়ীকে দেখা যাবে খেলতে।

চিপকে প্রথম টেস্ট অবশ্য শুরু ২৪ ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ মাঝে বেশ কিছু দিন রয়েছে। তাই শুভমান চোট পেলেও তাঁর ফেরার সুযোগ রয়েছে। বিসিসিআইয়ের তরফে এখনও কিছু না জানানো হলেও ম্যানেজমেন্ট চাইবে সেরা একাদশকে নামাতে। সেক্ষেত্রে দল কী হবে তা জানা যাবে আরও কিছুদিন পরে।

You might also like