
মোতেরার পিচ নিয়ে ভারতকে কটাক্ষ করতে ছাড়লেন না শোয়েব
এবার সেই দলে নাম লেখালেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তাঁর ধারণা ছিল, নিজেদের ঘরের মাঠে উইকেটের বাড়তি সুবিধা না নিয়েই ইংল্যান্ডকে হারাতে পারবে ভারত। কিন্তু এখন সেটি ভুল প্রমাণিত হয়েছে।
চলতি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত পেয়েছে ১০ উইকেটের বড় জয়। ম্যাচের প্রথম দিনের প্রথম ঘণ্টা থেকেই একপ্রান্তে শুরু হয়ে যায় বড় বড় সব টার্ন। নরম মাটির উইকেটে সেসব টার্নের সঙ্গে মানিয়ে নিতে পারেনি দুই দল। ইংল্যান্ড নিজেদের দুই ইনিংসে অলআউট হয়েছে ১১২ ও ৮১ রানে, ভারত প্রথম ইনিংসে থেমেছে মাত্র ১৪৫ রানে।
এমন উইকেটে টেস্ট ক্রিকেট ঠিক মানতে পারছেন না শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় এ বিষয়ে সোজাসাপ্টা কথা বলেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। তিনি বলেছেন, ‘‘টেস্ট ম্যাচ কি এমন উইকেটে খেলা উচিত? একদমই না। যে পিচে অতিরিক্ত স্পিন ধরে, মাত্র দুই দিনে ম্যাচ শেষ হয়ে যায়, তা মোটেও টেস্ট ক্রিকেটের জন্য ভাল নয়।’’
শোয়েব আরও যোগ করেন, ‘‘আমি ঘরের মাঠের সুবিধা নেওয়ার বিষয়টি বুঝতে পারি। কিন্তু এমন সুবিধা নেওয়া হলে সেটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি। এমন যদি হতো যে, ভারত ৪০০ করেছে এবং ইংল্যান্ড ২০০ রানে গুটিয়ে গেছে, তাহলে বলা যেত যে ইংল্যান্ড বিশ্রী ক্রিকেট খেলেছে। কিন্তু এখানে ভারত নিজেরাই ১৪৫ রানে অলআউট হয়ে গেছে। তা হলে এমন পিচ বানানোর কারণ কি?’’
শোয়েব আরও বলেছেন, ‘‘আমি ভেবেছিলাম ভারত এর চেয়ে অনেক ভাল দল, অনেক বড় দল। আমার মতে, এখানে যদি সমান সুযোগ পিচ দেওয়া হয়, তাও ইংল্যান্ডকে হারাতে পারবে ভারত। ভারতের ভয় পাওয়ার কারণ ছিল না। এমন উইকেট বানানোরও প্রয়োজন নেই। ভারত তো সম্প্রতি অস্ট্রেলিয়ায় জিতে এল, সেখানে কি তারা নিজেদের পছন্দের উইকেট পেয়েছে, তা হলে জিতল কীভাবে?’’
তিনি আরও বলেন, ‘‘আপনি সমান সুযোগের মাঠ এবং কন্ডিশনে খেলুন, তাহলে বলতে পারবেন আমরা ঘরে-বাইরে সমান ক্রিকেট খেলি। কিন্তু যে উইকেটে জো রুটের মতো সাধারণ মানের বোলার উইকেট নিচ্ছে, সেখানে বোঝাই গিয়েছে পিচের চরিত্র কাদের ওপর ভিত্তি করে বানানো হয়েছে?’’