
শচীন স্মৃতি ফিরিয়ে ব্রিস্টল টেস্টে সর্বকালীন রেকর্ড বন্ধনীতে শেফালি
দ্য ওয়াল ব্যুরো: শচীন তেন্ডুলকারের স্মৃতি ফেরালেন ভারতীয় মহিলা দলের সর্বকনিষ্ঠা তারকা শেফালি ভার্মা। মাত্র ১৭ বছর বয়সে তিনি ভারতীয় দলের হয়ে বিদেশের মাঠে এত কম বয়সে হাফসেঞ্চুরির কৃতিত্ব দেখিয়েছেন, যা বিরল ঘটনা।
একমাত্র শচীনেরই এই রেকর্ড রয়েছে, আর পুরুষ ও মহিলা দল মিলিয়ে কারোর নেই। তাই শচীনের পরেই আসবে শেফালির নাম। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রানের জন্য ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন রোহতকের এই ব্যাটসম্যান।
ব্রিস্টল টেস্টের প্রথম ইনিংসে তিনি আউট হন ৯৬ রানে। দ্বিতীয় ইনিংসেও ইতিমধ্যেই হাফসেঞ্চুরির গণ্ডি টপকে গিয়েছেন তিনি। তৃতীয় দিনের শেষে শেফালি অপরাজিত ৫৫ রানে। ভারত করেছে ৮৩/১। ম্যাচে চালকের আসনে ঘরের দল ইংল্যান্ডের মেয়েরাই।
দলগতভাবে ভারত ম্যাচে চাপে থাকলেও দুই ইনিংসেই ব্যাট হাতে একাধিক নজির গড়েন শেফালি। অভিষেক টেস্টে সবথেকে বেশি রান করা ভারতীয় মহিলা ক্রিকেটারের তকমা আগেই ছিনিয়ে নিয়েছেন শেফালি। এবার দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করা মাত্রই এমন এক রেকর্ড গড়লেন তিনি, যা শচীন ছাড়া কারোর নেই।
Indian teenagers to score half-centuries in both innings of a Test match:
Sachin Tendulkar
Shafali VermaEnd of list. pic.twitter.com/iPx4EiFgs4
— Wisden (@WisdenCricket) June 18, 2021
ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা সবথেকে কমবয়সী ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে নাম লেখালেন শেফালি। এই রেকর্ড রয়েছে তেন্ডুলকরের নামে। তিনি ১৭ বছর ১০৭ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেছিলেন। শেফালি চলতি টেস্টের দুই ইনিংসে হাফসেঞ্চুরি করলেন ১৭ বছর ১৩৯ দিন বয়সে। এই নজির তাঁকে ক্রিকেটে কুলীনদের গ্রহে নিয়ে গেল।