শেষ আপডেট: 22nd January 2021 11:38
দ্য ওয়াল ব্যুরো: তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন না উঠলেও বারবার প্রশ্ন উঠেছে তাঁর কিপিং নিয়ে। আর তাই বারবার ঋষভ পন্থের জায়গায় টেস্টে ঋদ্ধিমান সাহাকে খেলানোর দাবি উঠেছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ও ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে যে ব্যাটিং পন্থ করেছেন, তারপরে বিদেশের মাটিতে দলে তাঁর জায়গা নিয়ে আর কোনও প্রশ্ন হয়তো তুলবে না। কিন্তু কিপিং দক্ষতা? সেখানেও ধীরে ধীরে ঋষভ উন্নতি করবেন বলেই মনে করেন টেস্ট দলে তাঁর প্রধান প্রতিপক্ষ ঋদ্ধিমান সাহা। অস্ট্রেলিয়া থেকে ফেরার পরে তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে সংবাদসংস্থা পিটিআইকে ঋদ্ধি বলেন, “আপনারা পন্থকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। যেই প্রথম একাদশে থাকুক না কেন আমরা একে অন্যকে সবসময় সাহায্য করি। ওর সঙ্গে কোনও বিরোধ নেই। কে ১ নম্বর, কে ২ নম্বর আমি দেখি না। যে ভাল করবে দল তাকে সুযোগ দেবে। আমি আমার কাজ করে যাব। নির্বাচন তো আমার হাতে নেই। সেটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।” উইকেটের পিছনে পন্থের দক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে ঋদ্ধিমান বলেন, তাঁর বিশ্বাস ধীরে ধীরে কিপিংয়ে অনেক উন্নতি হবে পন্থের। তিনি বলেন, “কেউ প্রথম শেণিতে বীজগণিত শেখে না। সবকিছুই ধাপে ধাপে হয়। পন্থ নিজের সেরা চেষ্টা করছে। ও নিশ্চয় উন্নতি করবে। ও ইতিমধ্যেই পরিণত হয়েছে। সেটা ও প্রমাণও করেছে। ভারতের পক্ষে দীর্ঘকালীন ক্ষেত্রে এটা সাহায্য করবে।” তাঁর ব্যাটিং ফর্ম খারাপ থাকার ফলেই দলে সুযোগ পেয়েছেন ঋষভ। সেই কথা আরও একবার মনে করিয়ে দেন ঋদ্ধি। তিনি বলেন, “খারাপ সময় সবার আসে। একজন পেশাদার ক্রীড়াবিদকে ভাল ও খারাপ সময় সমানভাবে মেনে নিতে হয়। আমি রান পাচ্ছিলাম না। তাই পন্থ সুযোগ পেয়েছে। এটা খুবই সহজ একটা বিষয়। আমি কখনও কেরিয়ারের কথা না ভেবে নিজের দক্ষতা বাড়ানোর কথা ভেবেছি। প্রথম থেকে একই রকমের মানসিকতা রয়েছে আমার।” সামনেই ইংল্যান্ড সফর। সেখানে ঘরের মাঠে উইকেটের পিছনে কে থাকবেন তা এখনও নিশ্চিত নয়। তবে যেই থাকুন না কেন, তিনিই যে দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, সে বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত বাংলা তথা ভারতের টেস্ট দলের এই উইকেট কিপার।