শেষ আপডেট: 12th December 2020 10:46
দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তান রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এতটাই অবনতি হয়েছে, সেটি ক্রিকেটেও সংক্রামিত হয়েছে। সেই কারণেই পাক ক্রিকেট বোর্ড ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রস্তাবিত যে ক্রিকেট সূচী করেছে, তাতে ভারতের নামই রাখেনি। গত শুক্রবারই পাক ক্রিকেট বোর্ডের ট্যুর ও ফিক্সার কমিটির বৈঠক ছিল, সেই সভায় প্রস্তাবিত একটি ক্রীড়াসূচী রাখা হয়েছে। কাদের সঙ্গে আগামী চার বছর তারা ক্রিকেট খেলতে চায়, সেটি জানিয়ে আইসিসি-তে পাঠাতে হয় কিংবা সেই দেশের সংস্থাকে ইমেল করতে হয়। সেই বৈঠকে বিসিসিআই-র নাম নিয়ে আলোচনা হলেও ভারতের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ যে তারা খেলতে চায় না, সেটি যে এই পরিস্থিতিতে সম্ভব নয়, সেটি একপ্রকার স্পষ্ঠ করে দিয়েছে। এই খবর ফাঁস করেছেন সেই দেশের নামী সংবাদমাধ্যম পাক অবজার্ভার। কারণ তারা মনে করছে নরেন্দ্র মোদী সরকার যতদিন ক্ষমতায় রয়েছে, ততদিন দুই দেশের মধ্যে সিরিজ একপ্রকার হবেই না, সেটি বিশ বাঁও জলে। ওই সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছে, ভারতের সরকার তো বটেই, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) দিক থেকে গত কয়েক বছরে অসহযোগিতা ও ছাড় না দেওয়ার মানসিকতা দেখে পিসিবি এবার সিদ্ধান্ত বদলেছে। ভারতকে প্রস্তাবিত সূচীতে তারা রাখেনি। সেই জায়গায় বরং অন্য কোনও দলকে আমন্ত্রণ জানাতে চায় পিসিবি। তাতে ভারতের সঙ্গে সিরিজ হলে যেমন লাভ হতো, তেমন লাভ হবে না ঠিকই। কিন্তু প্রতিবার এফটিপিতে ভারতের জন্য খালি রাখা জায়গায় সিরিজ না হওয়ায় যে ক্ষতি গুনতে হয়েছে পিসিবিকে, সেটিও গুনতে হবে না। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই, এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুদলের দেখা হয় প্রায় সব সময়ই। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশের মধ্যে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজ শেষ দেখা গিয়েছে গত ২০০৭ সালে। তারপর ১৩ বছরে কোনও সিরিজ হয়নি দুই দেশের মধ্যে। ২০১৩ সালে পাকিস্তান ভারতে গিয়েছিল বটে, তবে সেটি ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সংক্ষিপ্ত এক সিরিজ। ভারত ২০০৭ এশিয়া কাপের পর আর পাকিস্তানে খেলতে যায়নি। আর পাকিস্তানে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে গেছে ২০০৬ সালের শুরুর দিকে। আগামী তিন বছরে ভারতের মাটিতে একটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে বিশ্বকাপ আছে। সেই দুই টুর্নামেন্টে পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা পাওয়া না–পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সে সংশয় আপাতত কেটেছে। আইসিসির কাছে চিঠি লিখে ভারত নিশ্চয়তা দিয়েছে, টুর্নামেন্টের জন্য পাকিস্তানের খেলোয়াড় ও সংবাদমাধ্যমকে ভিসা দেওয়া হবে।