Latest News

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে কোহলিদের টপকে শীর্ষস্থানে নিউজিল্যান্ড

দ্য ওয়াল ব্যুরো: আর পাঁচদিন বাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। তার আগে মানসিকভাবে এগিয়ে নামবেন কিউই তারকারা।

এমনিতেই নিউজিল্যান্ড ২২ বছর পরে ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়েছে। তারপর খেলা শেষ হতেই দেখা গেল আইসিসি টেস্ট ক্রম তালিকায় তারা শীর্ষ স্থান দখল করেছে ভারতকে টপকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১২৩। টিম ইন্ডিয়াকে পিছনে ফেলে এক নম্বর টেস্ট দল হিসেবে আত্মপ্রকাশ করেছে কিউয়িরা। ভারত ১২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায়।

অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের ফলে দলগত টেস্ট ব়্যাঙ্কিংয়ে অবনতি ঘটে ইংল্যান্ডের। তারা অস্ট্রেলিয়াকে তিন নম্বরে তুলে দিয়ে নিজেরা পিছিয়ে যায় চতুর্থ স্থানে। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট আপাতত ১০৮। ইংল্যান্ডের পকেটে রয়েছে ১০৭ রেটিং পয়েন্ট।

পাকিস্তান রয়েছে টেস্ট ব়্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৯৪। ৮৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ছয় নম্বরে। ৭ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের দখলে রয়েছে ৮০ পয়েন্ট। দলগত টেস্ট ব়্যাঙ্কিংয়ের আট, নয় ও দশ নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা (৭৮), বাংলাদেশ (৪৬) ও জিম্বাবোয়ে (৩৫)।

এদিকে, ঘরের মাঠে সিরিজ শুরুর আগে ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেছিলেন, তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ও ভারতের বিরুদ্ধে সিরিজের পাঁচটি টেস্ট জিতে অ্যাশেজের প্রস্তুতি সারতে চান।

ভারতদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। তার আগে নিউজিল্যান্ডের কাছে ২ টেস্টের সিরিজে বিধ্বস্ত হতে হল ইংল্যান্ডকে। তাও আবার নিজেদের ঘরের মাঠে। এজবাস্টনে শেষ টেস্টে হারতে হল ৮ উইকেটের বড় ব্যবধানে।

উল্লেখ্য, প্রথম টেস্ট ড্র হলেও লর্ডসে পুরোপুরি পিছিয়ে ছিলেন ব্রিটিশরাই। এজবাস্টনে কার্যত আত্মসমর্পণ করেন রুটরা। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট সাড়ে তিন দিনও গড়াল না।

ফলে ঘরোয়া মরসুমের শুরুতেই নিউজিল্যান্ডের কাছে ০-১ ব্যধানে টেস্ট সিরিজ হারতে হয় ইংল্যান্ডকে। ৭ বছর পর ব্রিটিশরা তাঁদের ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের স্বাদ পেলেন। ইংল্যান্ড এর আগে নিজেদের দেশে টেস্ট সিরিজ হারে ২০১৪ সালে।

 

 

You might also like