
শুভমানকে রেখেই শেষ দুই টেস্টের দল ঘোষণা ভারতের, জায়গা হল না শামির
ভারতের প্রথম দুই টেস্টের দলের মধ্যে খুব বেশি পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র শার্দুল ঠাকুরকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী বিজয় হাজারে ট্রফির জন্য ছাড়া হয়েছে তাঁকে। তাঁর জায়গায় দলে জায়গা হয়েছে উমেশ যাদবের। অস্ট্রেলিয়া সফরে গিয়ে তৃতীয় টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন উমেশ। বোর্ডের মেডিক্যাল টিমের ছাড়পত্র পাওয়ায় দলে নেওয়া হয়েছে তাঁকে।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেডে প্রথম টেস্টে কব্জির হাড়ে চিড় ধরেছিল মহম্মদ শামির। সঙ্গে সঙ্গে তাঁকে দেশে ফেরানো হয়। তারপর থেকে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাব করছেন শামি। অন্যদিকে নবদীপ সাইনিও তৃতীয় টেস্টে চোট পান। তিনিও রয়েছেন এনসিএ-তে। দুজনেই সম্পূর্ণ ফিট বলেই জানা গিয়েছে। তারপরেও দলে জায়গা পেলেন না তাঁরা।
প্রথম দুই টেস্টে স্কোয়াডে থাকা আরও তিন ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ নাদিম ও প্রিয়াঙ্ক পাঞ্চালকেও ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরাও বিজয় হাজারে টুর্নামেন্ট খেলবেন। তার বদলে ব্যাক আপ হিসেবে রাহুল চাহার ও কে এস ভরতকে রাখা হয়েছে স্কোয়াডে। এছাড়া নেট বোলার হিসেবে অঙ্কিত রাজপুত, আবেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণাপ্পা গৌতম ও সৌরভ কুমারের নাম ঘোষণা করেছে বোর্ড।
ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক্যা রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিন্টন সুন্দর, ইশান্ত শর্মা, জশপ্রীৎ বুমরাহ, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।