Latest News

সিরাজ-অক্ষরে শেষ টপ অর্ডার, ফের ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ টেস্টের আগে পুরো ইংল্যান্ড দলের চিন্তা ছিল মোতেরার উইকেটে ভারতের স্পিন জুটি অক্ষর পটেল ও রবিচন্দ্রন অশ্বিনকে সামলানো। কিন্তু মহম্মদ সিরাজও যে সুযোগ পেয়ে এই উইকেটে ব্যাটসম্যানদের নাচাবেন তা হয়তো কেউ ভাবেননি। নইলে ব্রড, আর্চারদের বাদ দিয়ে কখনও নামে ইংল্যান্ড। প্রথম দিনেই চাপে ইংল্যান্ড। লাঞ্চের আগে-পরে টপ অর্ডার প্যাভিলিয়নের রাস্তা ধরেছে তাদের।

বুমরাহ না থাকায় এই ম্যাচে ইশান্তের সঙ্গে সুযোগ পান মহম্মদ সিরাজ। দুই পেসার শুরুটা ভাল করলেও উইকেট পড়েনি। ফলে ষষ্ঠ ওভারে সেই অক্ষর পটেলের হাতে বল তুলে দেন বিরাট। আর নিজের দ্বিতীয় বলেই ডমিনিক সিবলিকে বোল্ড করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অক্ষর।

টেস্ট ক্রিকেটে যেন স্বপ্নের শুরু করেছেন অক্ষর। পরের ওভারেই অপর ওপেনার জ্যাক ক্রলিকেও আউট করেন তিনি। ইংল্যান্ডের ব্যাটিং নির্ভর করছিল অধিনায়ক জো রুটের উপর। কিন্তু তাদের সবথেকে বড় ধাক্কাটা দিলেন সিরাজ। তাঁর বলেই এলবিডব্লিউ হয়ে মাত্র ৫ রানে ফেরেন রুট।

৩ উইকেট পড়ে যাওয়ার পরে অবশ্য একটা পার্টনারশিপ গড়েন জনি বেয়ারস্ট ও বেন স্টোকস। লাঞ্চের আগে পর্যন্ত আর উইকেট পড়েনি। কিন্তু লাঞ্চের পরেই ফের ব্রেক থ্রু আনেন সিরাজ। বেয়ারস্টকে ২৮ রানের মাথায় আউট করেন তিনি।

এই মুহূর্তে ফের একটা জুটি গড়ার চেষ্টা করছেন স্টোকস ও অলি পোপ। যদিও ভারতীয় বোলারদের খেলা যথেষ্ট কঠিন হচ্ছে। গোলাপি বলের টেস্টের মতো টার্ন না থাকলেও সামান্য সুবিধা বোলাররা পাচ্ছেন উইকেট থেকে। আর তাতেই বাজিমাত করার চেষ্টা করছেন অক্ষররা।

You might also like