Latest News

১০ হাজার রানের ক্লাবে, ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মহা মুুকুট মিতালি রাজের

দ্য ওয়াল ব্যুরো: এক অনন্য রেকর্ডের অধিকারিনী হলেন মিতালি রাজ। তাঁকেই ভারতীয় মহিলা ক্রিকেটের শচীন তেন্ডুলকার বলা হয়ে থাকে। দীর্ঘ ২২ বছর ধরে তিনি মহিলা ক্রিকেটকে টেনে চলেছেন। মিতালির মুকুট বহু পালক, এবারও সংযোজিত হল আরও একটি নজির।

ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে তিনি দশ হাজার রানের ক্লাবে পা রাখলেন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে তিনি এই মহানজির গড়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজেই মিতালির মুকুটে নয়া পালক যুক্ত হল। প্রোটিয়াদের বিরুদ্ধে শুক্রবার লখনউয়ে তৃতীয় একদিনের ম্যাচে ৫০ বলে ৩৬ রান করেন তিনি। আর তাতেই ১০ হাজার রানের মাইলফলক টপকে যান।

এখনও পর্যন্ত ওয়ানডে-তে ৬,৯৭৪ রান, টি-টোয়েন্টিতে ২,৩৬৪ এবং ১০টি টেস্টে মোট ৬৬৩ রান রয়েছে মিতালির ঝুলিতে। সব ফরম্যাট মিলিয়ে তিনি এমন ক্লাবের মালকিন হলেন, যে ক্লাবের সদস্য শচীন, সৌরভ, ধোনি, দ্রাবিড়, সেহওয়াগ, কোহলি ছাড়াও অনেকেই। কিন্তু মহিলা ক্রিকেটে তিনি এই নজির গড়ে বিশেষ কৃতিত্ব দেখালেন।

সেই কারণে আইসিসি-ও তাঁকে বিশেষ স্বীকৃতি জানিয়েছে টুইট করে। প্রথম ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মিতালি এই নজির গড়লেন। এর আগে এই রেকর্ড ছিল একমাত্র ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের। নয়া মাইলস্টোন স্পর্শ করতেই শচীন তেন্ডুলকারও মিতালিকে অভিনন্দিত করেছেন।

 

You might also like