
লাতিন আমেরিকার ফুটবলারদের জন্য ৫০ হাজার কোভিড ভ্যাকসিনের ব্যবস্থা করলেন মেসি
নিজেদের মহাদেশের ফুটবলারদের পাশে দাঁড়ালেন আর্জেন্টাইন ফুটবল রাজপুত্র। চিনের সিনোভ্যাক সংস্থার থেকে কোভিড ভ্যাকসিন চেয়ে পাঠানো হয়েছে। মেসি ৫০ হাজার কোভিড ভ্যাকসিন চেয়েছেন। এই যাবতীয় অর্থ তোলা হবে মেসির তিনটি সই করা সোয়েটার নিলাম করে। তার থেকে সংগৃহিত অর্থ তুলে দেওয়া হবে ওই সংস্থার হাতে।
চীনের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানের কাছে মেসির উপহার পাঠানোর খবর জানিয়েছে কনমেবল। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এক কর্মকর্তা গঞ্জালো বেল্লোস টুইটারে জানিয়েছেন, ‘‘লিওনেল মেসি তিনটি সোয়েটার পাঠিয়েছেন আমাদের কাছে। এ কারণে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার আধিকারিকরা।’’
লাতিন আমেরিকার সকল ফুটবলারদের করোনা টিকা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন উরুগুয়ে প্রেসিডেন্ট লুইস লাকাল্লে পৌরিউ। আর্জেন্টিনা তো বটেই, উরুগুয়ে ও ব্রাজিলে লিগগুলিতে যে ফুটবলাররা খেলেন, তাদের প্রত্যেককে দেওয়া হবে করোনা টিকা।
Al anunciar las 50.000 dosis de vacuna para @CONMEBOL, quiero contarles que los directivos de @Sinovac manifestaron su admiración por Lionel Messi, quién con toda predisposición nos envió 3 camisetas para ellos. Así que el también es parte de este logro!!#Elfutbolsalvaalfutbol pic.twitter.com/E5gudJ1RR8
— Gonzalo Belloso (@GonzaloBelloso7) April 13, 2021
উরুগুয়েতে সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে করোনার নতুন সংক্রমণ। প্রতি ১০ লাখে ১০ হাজার ৮৪ জন আক্রান্ত হচ্ছেন উরুগুয়েতে। যদিও অনেকেই মনে করছেন, দেশের প্রেসিডেন্ট নিজেদের দেশের জন্য পরিকল্পনা না করে অন্য দেশের জন্য ভ্যাকসিনের কৌশল নিলেন, এটা ঠিক নয়।
মেসির ব্যবস্থা করা টিকা যদিও আর্জেন্টিনা সরকার অনুমোদন করবে কিনা সেই নিয়েও আলোচনা চলছে। কেননা চিনের সিনোভ্যাকের টিকা আদৌ দেওয়া যাবে কিনা সেটি পরিষ্কার নয়। তবুও মেসি যে মহাদেশের ফুটবলারদের জন্য এতটা ভেবেছেন, তা বিশ্ব ফুটবলের কাছেও গৌরবের বিষয়।