শেষ আপডেট: 15th February 2021 01:01
বাইশগজেই আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি বিরাটের, শাস্তিও পেতে পারেন অধিনায়ক
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি মানে যেমন নতুন কোনও নজির, তেমনি বিরাট কোহলি মানে নতুন কোনও বিতর্কও। সোমবার টেস্ট ম্যাচ চলাকালীন তিনি ব্যাটিংয়ের সময় ক্রিজের ওপর দৌড়ে নয়া বিতর্কের সৃষ্টি করলেন। শুধু তাই নয়, এই নিয়ে আম্পায়ার নীতিন মেননের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে গিয়েছেন। এই ঘটনায় ম্যাচ শেষে ম্যাচ রেফারি কথা বলেছেন কোহলির সঙ্গে, তিনি শাস্তিও পেতে পারেন। এদিন চিপকের ঘূর্ণি পিচে মাটি কামড়ে পড়ে থেকে ভারত অধিনায়কের ১৪৯ বলে ৬২ রানের ইনিংস প্রশংসার যোগ্য। তার মধ্যেও তিনি এমন এক বিতর্ক সৃষ্টি করেছেন যা নিয়ে আলোচনা হচ্ছে। https://twitter.com/sandybatsman/status/1361205106998345729 ঘটনার সূত্রপাত চেন্নাই টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতির আগের ওভারে। সেই ওভারে ড্যান লরেন্সের চতুর্থ বল অফ স্টাম্পের দিকে খেলে তিন রান নেওয়ার চেষ্টা করেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় রান নেওয়ার সময় পিচের বিপজ্জনক জায়গা দিয়ে দৌড়তে শুরু করেন কোহলি। সেইসময় দলনায়কের দিকে এগিয়ে এসে আম্পায়ার বলেন, ‘‘তুমি এইভাবে দৌড়বে না পিচের ওপর দিয়ে, এতে পিচের ক্ষতি হতে পারে।’’ সেই কথা শুনে কোহলি বরং পালটা বলেন, ‘‘কি হয়েছে, কি? কোনও সমস্যা?’’ তিনি আম্পায়ারের সঙ্গে এই নিয়ে তর্কও জুড়ে দিয়েছিলেন। এমনকি এই নিয়ে বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে এটি নিয়ে কথা বলেন। সেটিও অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে সকলের। শুধু তাই নয়, এই বিষয়ে কথা বলার জন্য প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা জো রুটের কাছেও চলে যান ভারতীয় দলনেতা। এই নিয়ে দুই দলনেতা কথাও বলেন ঘটনাটি নিয়ে। পরে জানা যায়, খেলা শেষে ওই আম্পায়ার ম্যাচ রেফারির কাছে কোহলির নামে নালিশও করেছেন। এখন ম্যাচ রেফারি কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার। ধারাভাষ্য দিতে গিয়ে সুনীল গাভাসকারও বলেছিলেন সেইসময়, কোহলি ক্রিজের ওপর দিয়ে দৌড়েছে, আম্পায়ার এই নিয়ে বলতেই পারেন। এও বলা হচ্ছে, তিনি দেশের আইকন, সেই কারণে তাঁকে সংযত থাকা উচিত এ ক্ষেত্রে।