
জয়ের পরে ক্ষুব্ধ কোহলি, ভরিয়ে দিলেন প্রশংসাতেও, উচ্ছ্বসিত ভিভ থেকে শচীন, টুইট প্রধানমন্ত্রীর
দ্য ওয়াল ব্যুরো: ব্রিসবেনে টেস্ট জয়ের পরে অজিঙ্ক্যা রাহানের দলকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি দেশে বসে দলের এই ঐতিহাসিক জয় দেখে টুইট করে জানিয়েছেন, ‘‘কী দারুণ জয়। অ্যাডিলেড টেস্টের পর যারা আমাদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা সামনে এসে দেখে নিন কী করেছে ছেলেরা। জেদ আর সংকল্পে ভর করে সবকিছুকে ছাপিয়ে গেছে এই দল। টিম ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে। এই ঐতিহাসিক জয় উদযাপন দারুণভাবে উদযাপন করো বন্ধুরা।’’
কোহলি বিরক্ত সমালোচকদের ওপর। অ্যাডিলেডে ৩৬ রানে শেষ হয়ে যাওয়ার পরে বিরাট কোহলির নেতৃত্বের সমালোচনা যেমন করেছিলেন, তেমনি দলের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সেই কারণেই কোহলি অতি ক্ষুব্ধ তাঁদের সেই দ্বৈত ভূমিকায়। সেই সমালোচকরাই রাতারাতি বদলে গিয়ে প্রশংসা শুরু করেছেন।
WHAT A WIN!!! Yessssss. To everyone who doubted us after Adelaide, stand up and take notice. Exemplary performance but the grit and determination was the standout for us the whole way. Well done to all the boys and the management. Enjoy this historic feat lads. Cheers 👏🏼🇮🇳 @BCCI pic.twitter.com/CgWElgOOO1
— Virat Kohli (@imVkohli) January 19, 2021
সব থেকে ভারতীয় দলের এই নব উত্থান দেখে সবাই চমকিত। সারা বিশ্ব মোহিত হয়ে গিয়েছে রাহানের দলের তরুণ ব্রিগেডদের পারফরম্যান্সে। কে নেই তালিকায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে গুগল-এর মুখ্য আধিকারিক সুন্দর পিচাই পর্যন্ত প্রশংসা করেছেন ভারতের এই টিমের। এমনকি ভিভ রিচার্ডস থেকে শচীন তেন্ডুলকর সবাই উচ্ছ্বসিত বললেও কম বলা হবে।
ভিভ টুইটে লিখেছেন, ‘‘ক্রিকেটকে এই কারণেই সবাই ভালবাসে, এমনি কী আর ভালবাসা যায়, আহা দুর্দান্ত ম্যাচ। জয়ের জন্য অভিনন্দন ভারতীয় দলকে আর অস্ট্রেলিয়াকে অভিনন্দন এমন সিরিজ উপহার দেওয়ার জন্য।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখেন, ‘‘অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটারদের সাফল্যে আমরা আনন্দিত। অভিনন্দন দলকে। পুরো দলটি শক্তি ও সংকল্পে বলিয়ান ছিল। ভবিষ্যতেও ভাল করবে, এই আশা রাখি।’’
We are all overjoyed at the success of the Indian Cricket Team in Australia. Their remarkable energy and passion was visible throughout. So was their stellar intent, remarkable grit and determination. Congratulations to the team! Best wishes for your future endeavours.
— Narendra Modi (@narendramodi) January 19, 2021
শচীন তেন্ডুলকার রীতিমতো আপ্লুত, লিখেছেন, ‘‘প্রতিটা সেশনে আমরা নতুন নায়ক খুঁজে পেয়েছি। যতবার আমরা মার খেয়েছি ততবার ঘুরে দাঁড়িয়েছি এই সফরে। অন্যতম সেরা সিরিজ জয়।’’
এদিকে, রাহানের দল গাব্বা টেস্টে জয়ের কারণে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে দুইয়ে চলে এল। টেস্টে প্রথম স্থান অবশ্যই নিউজিল্যান্ডের, দ্বিতীয় ভারত, তিনে অস্ট্রেলিয়া রয়েছে।