Latest News

ভারতের ওয়ান ডে দলে ৩৮ বছরের ঝুলন, টি ২০ দলে শিলিগুড়ির রিচা, বাদ বহু নামী মুখ

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে দলনায়িকা মিতালি রাজ। টি–টোয়েন্টিতে নেতা হরমনপ্রীত কউর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দলের আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই।

দলের অভিজ্ঞ পেস বোলার শিখা পাণ্ডেকে দু’‌টি দল থেকেই বাদ দেওয়া হয়েছে। উইকেটরক্ষক তানিয়া ভাটিয়াও খারাপ ব্যাটিংয়ের জন্য বাদ। দুই দলেই কিপার হিসেবে আছেন সুষমা বর্মা ও নবাগতা শ্বেতা বর্মা।

আক্রমণাত্মক ওপেনার ১৭ বছর বয়সী শেফালি টি-টোয়েন্টির দলে থাকলেও বাদ একদিনের দলে। কোনও দলে নেই বেদা কৃষ্ণমূর্তি, একতা বিস্ত ও অনুজা পাটিল। অভিজ্ঞ ৩৮ বছরের নামী তারকা ঝুলন গোস্বামী আছেন একদিনের দলে। কিন্তু কুড়ি ওভারের ক্রিকেটে তিনি নেই। বাংলার ১৬ বছর বয়সী শিলিগুড়ির রিচা ঘোষ আবার আছেন টি–টোয়েন্টি দলে।

মার্চের ৭ তারিখে প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই সিরিজ। সিরিজে মোট ৫টি একদিনের ম্যাচ ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে এই দুই দল। লখনউতে একদিনের সিরিজের ম্যাচগুলি হবে যথাক্রমে ৭, ৯, ১২, ১৪ ও ১৭ই মার্চ। ২০ মার্চ থেকে শুরু টি–টোয়েন্টি সিরিজ। ২১ ও ২৩ তারিখ বাকি দুই ম্যাচ।

 

 

You might also like