Latest News

বুমরাহ-অশ্বিনে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস, কঠিন পরীক্ষা রোহিতদের সামনে

দ্য ওয়াল ব্যুরো: ১৯০.১ ওভার। ভারত সফরের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ঠিক এত ওভারই ব্যাট করল ইংল্যান্ড। রান হল ৫৭৮। দু’দিনের বেশি সময় ধরে বল করার পরে অবশেষে সফরকারী দলকে আউট করতে পারলেন ভারতীয় বোলাররা। তবে প্রথম টেস্টে যা পরিস্থিতি তাতে খুব একটা অঘটন না ঘটলে চিপকে ড্র দিয়েই শুরু হতে চলেছে সিরিজ।

তৃতীয় দিনের শুরুতে ভারতের লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ডের শেষ দুই উইকেট ফেলে দেওয়া। অন্যদিকে বিশেষজ্ঞরা ভাবছিলেন ইংল্যান্ড হয়তো চাইবে দ্রুত কিছু রান তুলে নিতে। কিন্তু কোথায় কী। ইংল্যান্ড সেই রক্ষণাত্মক মানসিকতা নিয়েই খেলল। তার ফলে তৃতীয় দিন ১০.১ ওভার খেলে মাত্র ২৩ রান তুলল তারা।

৩৪ রানের মাথায় বুমরাহর বলে আউট হন ডমিনিক বেস। তারপরেও অ্যান্ডারসনকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ খেলেন জ্যাক লিচ। তিনি অপরাজিতই থেকে যান। অশ্বিনের বলে অ্যান্ডারসন বোল্ড হতেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

৫৭৮ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামছেন রোহিত শর্মা ও শুবমান গিল। উইকেটে কিছু জায়গায় রাফ ছাড়া বিশেষ কিছু নেই বোলারদের জন্য। কিন্তু ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের কাছে রয়েছে অভিজ্ঞতা। অন্যদিকে জোফ্রা আর্চারের কাছে রয়েছে ভয়ঙ্কর গতি। স্পিন জুটি বেস ও লিচ আবার সম্প্রতি শ্রীলঙ্কায় দুরন্ত বল করেছেন। তাই ভারতের জন্য চ্যালেঞ্জ কঠিন হবে। এখন দেখার ভারত শুরুটা কেমন করে।

You might also like