
কাতারে করোনা আক্রান্ত জামাল, আই লিগে তাঁকে পাচ্ছে না মহামেডান
আচমকাই মহামেডানে শিবিরে বিনা মেঘে বজ্রপাতের মতো পরিস্থিতি। এই নামী অ্যাটাকিং মিডফিল্ডারকে বহু ভরসা করে চুক্তিপত্রে সই করিয়েছিলেন কর্তারা। কিন্তু একটি ম্যাচ না খেলেই চুক্তি বাতিলের ঘটনা সত্যিই তাৎপর্যবাহী।
এই নিয়ে মহামেডান ক্লাবের সচিব ওয়াসিম আক্রাম জানিয়েছেন, ‘‘খুবই দুঃখজনক ব্যাপার হবে, যদি জামাল এবার আমাদের হয়ে খেলতে না পারে। এমন পরিস্থিতিতে আমাদের কিছুই করার নেই। প্রকৃতির বিপক্ষে গিয়ে কিছু করতে পারব না। এ বছর না হলে আগামী মরসুমে আই লিগ অথবা আইএসএলে জামালকে আবার প্রস্তাব দেব। ওর সঙ্গে যে সম্পর্ক হয়েছে, আশা করি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না।’’
কাতারে বাংলাদেশ জাতীয় দল খেলতে গিয়েছিল বিশ্বকাপ ও এশিয়ান কাপ পর্যায়ের যোগ্যতাপর্বের ম্যাচ। সেই ম্যাচে খেলতে গিয়েই জামাল মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে কাতারে। তারপর তাঁকে দেশে ফিরতে হবে। পুরো দল চলে এলেও জামালকে রেখে আসতে হচ্ছে।
এই নিয়ে মহামেডান ক্লাবের মিডিয়া ম্যানেজার অজয় মজুমদার বলেছেন, ‘‘জামালকে পাব না ধরেই আমাদের কোচ অন্য ফুটবলার খুঁজছেন। আমাদের হাতে আর সময় নেই। কারণ জামালকে খেলাতে হলে আমাদের অনেক নিয়ম পালন করতে হবে, তাতে অনেক সময় চলে যাবে। কারণ কাতারে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তাঁকে বাংলাদেশে ফিরতে হবে ভিসার কারণে, তারপর কলকাতায় এলেও সেই কোয়ারেন্টিন পর্বে থাকতে হবে। পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে যাবে, সেই কারণে কোচ আমাদের অন্য কোনও ভালমানের ফুটবলার খুঁজছেন।’’
ড্যানিশজাত ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশ জাতীয় দলেরও প্রাণভোমরা। তাঁকে মহামেডান কর্তাদের পছন্দ হয় ভারতের বিরুদ্ধে প্রি-ওয়ার্ল্ড কাপের ম্যাচের সময়, খেলাটি যুবভারতীতে হয়েছিল। সেইসময় মহামেডান কথা বলে রেখেছিল তাঁর সঙ্গে। কিন্তু চুক্তি পত্রে স্বাক্ষরিত হওয়ার পরেও তাঁকে হারাতে হল, সেটি নিয়ে আক্ষেপ যাচ্ছে না মহামেডানের কর্তাদের।