
ঋষভই টানলেন, ভারত অলআউট ১৭০ রানে, আইসিসি-র সেরা অলরাউন্ডার জাদেজা
ইতিমধ্যেই খেলার শেষদিন মধ্যাহ্নভোজের বিরতির হয়ে গিয়েছে। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেল ১৭০ রানে। তারা লিড নিয়েছে ১৩৮ রানে। কিউইদের জিততে গেলে করতে হবে ১৩৯ রান।
গতকাল ৩২ রানের লিড নিয়ে ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। দুই ব্যাটসম্যানই ফিরে যান যথাক্রমে ১৩ ও ১৫ রান করে। পূজারার ফর্ম চলতি সফরে ভারতকে ভোগাতে পারে। তিনি বল খেলছেন অনেক, রান করতে পারছেন না।
রাহানেও ১৫ রানে ফিরে যাওয়ার পরে দলের পতন রোধ করেন ঋষভ পন্থ। তিনি কেন এই দলের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান, সেটি ফের বোঝালেন। ঋষভ অবশ্য ৪১ রান করে বোল্টের বলে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। কিন্তু তিনি ত্রাতা হিসেবে দেখা দিয়েছিলেন। না হলে ভারতীয় দলের ভরাডুবি হতো সেইসময়। তারপর অশ্বিন (৭), সামিও (১৩) ফিরে যান।
কিউই পেসারদের দাপট এই বোলিং ইনিংসেও দেখা যাচ্ছে। টিম সাউথি চার উইকেট নেওয়ার পরে জেমিসনের ঝুলিতেও দুই উইকেট। ট্রেন্ট বোল্ট নিলেন তিন উইকেট।
এদিকে, সাড়ে তিনবছর পরে আইসিসি টেস্ট অলরাউন্ডার ক্রমতালিকার শীর্ষে রবীন্দ্র জাদেজা। তিনি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে টপকে টেস্ট ফের শীর্ষস্থান দখল করলেন। ২০১৭ সালের আগস্ট মাসের পর এই প্রথমবার টেস্ট ক্রমতালিকার শীর্ষে উঠলেন তিনি।
ব্যাটিং, বোলিং হোক বা ফিল্ডিং। এই মুহূর্তে সব দিক থেকেই বিশ্বের অন্যতম সেরাদের মধ্যে পড়েন জাদেজা। এই মুহূর্তে তাঁর রেটিং পয়েন্ট ৩৮৬। এর আগে আইসিসি টেস্ট তালিকায় শীর্ষে ছিলেন হোল্ডার। অল-রাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর রেটিং পয়েন্ট ৩৫৩।
অন্যদিকে, ব্যাটসম্যানদের এখনও আইসিসির প্রথম দশে রয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার। অধিনায়ক বিরাট কোহলি ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। ঋষভ পন্থ রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৭।
একই সংখ্যক রেটিং পয়েন্ট নিয়ে রোহিত শর্মা রয়েছেন সপ্তম স্থানে। ব্যাটসম্যানদের তালিকায় আপাতত শীর্ষে স্টিভ স্মিথ তাঁর সংগ্রহ ৮৮৬ রেটিং পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে কেন উইলিয়ামসন এবং লাবুশেন।