Latest News

কঠিন সময়ে আইএসএল-র সাফল্য বাকি খেলাগুলিকেও উৎসাহ দান করবে, বলছেন সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের সাফল্য বাকি খেলাগুলিকেও এবার থেকে উৎসাহ দান করবে। এমন কথাই সদম্ভে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তথা এটিকে-মোহনবাগানের অন্যতম অংশীদার জানিয়েছেন, ‘‘যেভাবে করোনা পরিস্থিতির মধ্যেও আইএসএল করা গিয়েছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। কেননা প্রায় চার মাস ধরে টানা একটি ম্যারাথন টুর্নামেন্ট করা যায়, তাও ভারতীয় পরিকাঠামোতে, এটি বিশ্বের অনেকেই ভাবতে পারবে না। কিন্তু সেটি করে দেখিয়েছে আয়োজক এফএসডিএল।’’

সৌরভ আরও বলেছেন, ‘‘দীর্ঘদিন ধরে চলা একটি টুর্নামেন্ট জৈব সুরক্ষা বলয়ের (বায়ো-বাবল সিস্টেম) মধ্যেও সংঘটিত করা যায়, এটি একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। আমার তো মনে হয়, এবার থেকে অন্য খেলাগুলিও সমানভাবে একটি নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী নিজেদের খেলা মেলে ধরতে পারে।’’

গোয়ার মধ্যে মোট ১৪টি হোটেলকে এই বলয়ের মধ্যে রাখতে হয়েছিল। তার মধ্যে ছয়টি স্টেডিয়াম যেমন ছিল, তেমনি প্র্যাকটিস মাঠগুলিকেও সমানভাবে বলয়ের মধ্যে আনতে হয়েছে। মোট ১৬০০ মানুষ এর মধ্যে ছিলেন। মোট ৭০ হাজার বার কোভিড টেস্ট হয়েছে দীর্ঘ লিগ চলাকালীন। যার জন্য আয়োজক এফএসডিএল-কে খরচ করতে হয়েছে ১৭ কোটি টাকা। এমনকি মোট ৮টি প্র্যাকটিস গ্রাউন্ডকে পরিচর্যা করতে হয়েছে নিয়মিত, এজন্য সব মিলিয়ে ২০ কোটি টাকা খরচ হয়েছে আয়োজকদের।

আইএসএলের অন্যতম বিজ্ঞাপনের মুখও ছিলেন সৌরভ। তিনি ফাইনালে মাঠে না থাকলেও বলেছেন, এবারের আইএসএল সবদিক থেকেই উল্লেখযোগ্য, কারণ এমন কঠিন অবস্থার মধ্যে প্রত্যেক কর্মীকে নিজের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করতে হয়েছে। আমার মনে হয়, ভারতীয় খেলাধুলোতেও আইএসএলের ভূমিকা অনস্বিকার্য হয়ে থাকবে।

মোট ১১৫টি ম্যাচ হয়েছে, গোল হয়েছে ২৯৮টি। ২০ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হয়েছে ১৩ মার্চ। প্রায় চার মাস ধরে চলা এই টুর্নামেন্ট সুষ্ঠভাবে সংঘটন হয়েছে, এজন্য ১১টি দলের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন এফএসডিএল-র চেয়ারপার্সল নীতা আম্বানি।

 

 

You might also like