
ভারতীয় ফুটবলার তুলে আনার প্রয়াস, আইএসএলে বিদেশী কমে এবার চারজন
দ্য ওয়াল ব্যুরো: এরকম একটা নিয়ম নিয়ে বহুদিন ধরেই ভাবনা চলছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। সেই মতোই এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড) একটি চরম সিদ্ধান্ত নিয়েই ফেলল মঙ্গলবার গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কমিটির বৈঠকে।
সামনের বার আইএসএলে একেকটি দলে বিদেশী ফুটবলারের সংখ্যা ছয় থেকে কমে চার হয়ে যাচ্ছে। দলে নাম নথিভুক্ত করা যাবে ছ’জনকে, তার মধ্যে একজন এশিয়ান কোটার ফুটবলার থাকতে হবে।
আইএসএলের একেবারে শুরুতে ছয় বিদেশী খেলানোর নিয়ম ছিল। সেক্ষেত্রে অনেকেই দাবি তুলেছিল, এতে করে ভারতের ফুটবলার উঠে আসছে না। এই নিয়ম কার্যকর হওয়ার কারণে আইএসএলের প্রতিটি ফ্রাঞ্চাইজি দলে মোট সাতজন ভারতীয় ফুটবলার থাকবে প্রথম একাদশে।
এমনকি প্রতিটি ফ্রাঞ্চাইজি কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন ফুটবলার তুলে আনার প্রক্রিয়া হিসেবে অ্যাকাডেমি কিংবা ডেভলপমেন্টের নকশা বানায়। চার জন নবীন তারকাকে দলে রাখতে হবে, তার মধ্যে মূল দলে রাখতে হবে দু’জনকে।
গত আইএসএলে আকাশ মিশ্র, জিকসন সিং, আপুইয়া, আশিস রাই, রাহুল কেপির মতো ফুটবলাররা সাড়া ফেলেছেন আইএসএলে। আরও বেশি করে তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতেই এফএসডিএলের এই সিদ্ধান্ত।
যে কোনও ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ৩৫ জনের দল করতে পারবে। তার মধ্যে ৩ জন গোলকিপার বাধ্যতামূলক। পুরো স্কোয়াড বানানোর জন্য অবশ্য আগের মতো ১৬.৫ কোটি টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এফএসডিএল মনে করছে, যেহেতু দেশের মধ্যে আইএসএল একনম্বর লিগ, সেই জন্য তারা ভারতের উদীয়মান তারকাদের তৈরি করতে চায়, সেই হিসেবে এই নয়া নির্দেশিকা।