Latest News

আইএসএল হতে পারে এবার কাতার ও দুবাইতে, দেশে হলে সম্ভাবনা বেশি গোয়ারই

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল এবার বিদেশের পথে পা বাড়াতে পারে। তেমনই সম্ভাবনার কথা উঠে এসেছে বুধবার এফএসডিএল-র বৈঠকে। গতবার গোয়ায় ভালই হয়েছিল আইএসএল। কোনও করোনার প্রকোপ ছিল না, জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সুরক্ষিতভাবেই সংগঠিত হয়েছে।

যদিও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে, আইপিএলের মতোই আইএসএলও করা যেতে পারে দুবাই কিংবা কাতারে। কারণ একটি শহরে করলে তার সুবিধেও রয়েছে, আবার অসুবিধেও আছে। কেননা এক শহরে পুরো টুর্নামেন্ট হলে পরিকাঠামোর দিক থেকে অনেক ভাল হতে হয় সেই শহরকে।

মধ্যপ্রাচ্যে এই কারণেই করার ভাবনা আসছে, তা হলে গ্যালারিতে দর্শক থাকবে। আবার আইএসএলের প্রসার বিদেশেও ঘটতে পারে। তারা ইতিমধ্যেই কাতার ফুটবল সংস্থাকে এই নিয়ে প্রস্তাব পাঠিয়েছে। কাতারে সমস্যা হল, ২০২২ সালের বিশ্বকাপ সেই শহরে হবে। তাদের স্টেডিয়ামগুলি ব্যবহারের অনুমতি পাওয়া যাবে কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে।

সেদিক থেকে দুবাইতে কোনও সমস্যা নেই। তবে সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে সেইসময় গরম থাকবে, তাই একটা চিন্তা রয়েছে। সব খেলা করতে হলে রাতের দিকে ফ্লাডলাইটে করতে হবে। দুবাইতে দশটি দলের থাকা নিয়েও সমস্যা নেই। বড় শহরে নামী হোটেলও রয়েছে প্রচুর।

ভারতে করোনার তৃতীয় ঢেউ আসার কথা আগস্ট মাসে। সেদিকে তাকিয়ে রয়েছেন ফুটবল কর্তারা। আয়োজক এফসিডিএল-র আধিকারিকরা জানিয়েছেন, দেশে হলে গোয়াই এগিয়ে রয়েছে আয়োজনের দিক থেকে। সেখানে অপেক্ষাকৃত কোভিড আক্রান্তের সংখ্যা কমই। তবে কলকাতা ও কেরালাও ভাবনায় রয়েছে।কলকাতায় হলেও সব ম্যাচ হবে না, কেরালাতেও তাই।

এদিন দশ দলের প্রতিনিধিরা সভায় ছিলেন। তাঁরা নানা প্রস্তাব রেখেছেন। করোনার কথা মাথায় রেখেই দেশের একনম্বর লিগকে বিদেশে নিয়ে যেতে চান কর্তারা। তাঁরা আইপিএলের উপমাও টেনেছেন। বলা হয়েছে, জনপ্রিয় ক্রিকেট লিগ যদি মধ্যপ্রাচ্যে হতে পারে, ফুটবল হলে সমস্যা কোথায়!

 

You might also like