Latest News

সর্বকালের সেরা টি ২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত, জোর দিয়েই জানালেন সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহ জোরদার হতে শুরু করলেও আগামী টি ২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে আশার কথা শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চেন্নাইতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে হাজির থেকে তিনি মিডিয়া প্রতিনিধিদের বলেছেন, আমরা সর্বকালের সেরা টোয়েন্টি ২০ বিশ্বকাপ আয়োজন করে দেখাব।

সম্প্রতি আইসিসি জানিয়েছিল, ভারত যদি করোনা সংক্রমণ নিয়ে পরিকাঠামোগত কোনও সমস্যায় থাকে, তা হলে আমরা অন্য কোনও দেশও বেছে রাখব যাতে করে ঠিক সময়ে মেগা ইভেন্ট করা যায়।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ অবশ্য টি২০ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। রাজ্য সংস্থাদের দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপই আয়োজন করবে বোর্ড।

সৌরভ লিখেছেন, ‘‘আগামী মরসুমে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আমি আশাবাদী। ঘরোয়া মরসুম পুরো হবে। আর সবথেকে ভাল, টি২০ বিশ্বকাপের আয়োজন করব আমরা।’’ অর্থাৎ, শুধু বিশ্বকাপ নয়, সবথেকে ভাল বিশ্বকাপ আয়োজন করতে চান সৌরভ।

বছরের শেষদিকে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয় বিশ্বকাপ। কিন্তু এ বছর ভারতে বিশ্বকাপ হচ্ছে, আর সেই বিশ্বকাপকেই সবচেয়ে সেরা বানাতে বদ্ধপরিকর সৌরভ। তাঁর তরফ থেকে অন্যান্য রাজ্য সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে একথার উল্লেখ করেছেন বোর্ড সভাপতি।

করোনা পরিস্থিতে প্রতিনিয়ত জৈব-সুরক্ষা বলয়ে থেকে ক্লান্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। জৈব বলয়ের ক্লান্তির কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং জোশ হ্যাজেলউড। দীর্ঘ সময় ধরে পরিবার পরিজনদের থেকে দূরে থাকা ব্যাথিত করে তুলছে ক্রিকেটারদের।

সৌরভ সকল ক্রিকেটারদের মানসিক কাঠিন্যের প্রশংসা করে জানিয়েছেন, ‘‘সকল দেশি এবং বিদেশি ক্রিকেটার, যারা এমন কঠিন পরিস্থিতিতে খেলা চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিশাল কৃতিত্ব প্রাপ্য। জৈব বলয়ে থেকে এমন উচ্চমানের, ভাল ক্রিকেট উপহার দেওয়া খুবই কঠিন।’’

 

 

 

 

You might also like