
সুন্দরের ৯৬ নটআউট, অক্ষরের ৪৩ রানের দৌলতে প্রথম ইনিংসে বিশাল লিড ভারতের
তৃতীয় দিনের শুরু থেকেই যথেষ্ট সাবলীল দেখাল ভারতের দুই অলরাউন্ডার অক্ষর ও সুন্দরকে। দেখে মনেই হচ্ছিল না আট ও নয় নম্বর ব্যাটসম্যান ব্যাট করছে। অন্যদিকে ইংল্যান্ডের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হল তারা ভেবে নিয়েছে ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। দুই ব্যাটসম্যানের উপর চাপ দেওয়ার কোনও চেষ্টাও করল না তারা।
দিনের প্রথম দেড় ঘণ্টা দুরন্ত ব্যাটিং করলেন সুন্দর ও অক্ষর। সিঙ্গল, ডবলসের সঙ্গে সঙ্গে বড় শটও খেলছিলেন তাঁরা। একদিকে সুন্দর নিজের প্রথম সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, অন্যদিকে অক্ষর নিজের প্রথম হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন।
জো রুটের বল মিড অনে মারেন সুন্দর। অক্ষর ক্রিজ ছেড়ে একটু এগিয়ে আসেন। কিন্তু সময়ের মধ্যে ফিরতে পারেননি তিনি। ৪৩ রানের মাথায় রানআউট হন অক্ষর। তারপরেও দুই উইকেট ছিল ভারতের। নন স্ট্রাইকিং এন্ডে ৯৬ রানে দাঁড়িয়েছিলেন সুন্দর। কিন্তু সেই ওভারেই প্রথম বলে ইশান্তকে এলবিডব্লিউ ও চতুর্থ বলে সিরাজকে বোল্ড করে দিলেন বেন স্টোকস। তার ফলে আর ব্যাট করার সুযোগ পেলেন না সুন্দর।
১৪৬ রানে ৬ উইকেট থেকে দলকে ৩৬৫ রানে নিয়ে যাওয়ার পিছনে দুটি সেঞ্চুরি পার্টনারশিপ রয়েছে। প্রথমটি ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে। দ্বিতীয়টি ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেলের মধ্যে। আর তার ফলেই প্রথম ইনিংসে ১৬০ রানের লিড পেয়েছে ভারত। এখন দেখার দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে কত কম রানের মধ্যে আটকে রাখতে পারেন কোহলিরা। তবে খেলার যা হাল তাতে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের ফাইনালের পথে এক পা দিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া।