
সেঞ্চুরি মিস পন্থের, ভাল খেলেও আউট পুজারা, বেসের ঘূর্ণিতে বেসামাল কোহলিরা
চেন্নাইয়ের উইকেটে যে ঘূর্ণিকে দ্বিতীয় দিনের শেষদিকে অশ্বিন, শাহবাজ নাদিমরা কাজে লাগাচ্ছিলেন, সেটাই কাজে লাগিয়ে ভারতকে বেসামাল করে দিলেন ইংল্যান্ডের স্পিনার ডমিনিক বেস। ভারতের ওপেনিং জুটিকে আর্চার প্যাভিলিয়নে পাঠানোর পরে পরপর চার ব্যাটসম্যানকে নিজের শিকার বানালেন বেস। তার মধ্যে পুজারা, বিরাট ও রাহানের বিশাল উইকেট রয়েছে। ব্যাটের পরে এবার বল হাতেও নিজের ছাপ ফেলছেন এই তরুণ স্পিনার।
ইংল্যান্ডের প্রথম ইনিংস ৫৭৮ রানে শেষ হওয়ার পরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন শুবমান। প্রথম কয়েকটি ওভারেই নিজের আগ্রাসী মানসিকতার পরিচয় দেন তিনি। অন্যদিকে চিপকের পিচের ফাটলকে কাজে লাগিয়ে দু’একটা বল অতিরিক্ত বাউন্স করাচ্ছিলেন আর্চার। আর তাঁর অতিরিক্ত পেস তো রয়েছেই। আর তার ফলে মাত্র ৬ রানের মাথায় আর্চারের বলে খোঁচা মেরে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। সাদা বলের ক্রিকেটে তিনি রাজা হলেও লাল বলের ক্রিকেটে এখনও মানসিকতায় কিছু পরিবর্তনের প্রয়োজন হিটম্যানের।
রোহিত আউট হতে নামেন পুজারা। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খেলা শুরু করেন তিনি। অন্যদিকে সাবলীল খেলছিলেন শুবমান। বেশ কয়েকটি নজরকাড়া শট খেলেন তিনি। কিন্তু আর্চারের একটা বল লাফিয়ে তাঁর হাতে লাগলে ফিজিওর সঙ্গে কিছুক্ষণ কাটাতে হয়। ফলে মনঃসংযোগে হয়তো সামান্য সমস্যা হয়। তারই ফলশ্রুতি আর্চারের বলে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ২৯ রানের মাথায় তাঁর প্যাভিলিয়নে ফেরা।
দুই ওপেনার আউট হওয়ার পরে ম্যাচ টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ভারতের সবথেকে তিন অভিজ্ঞ ব্যাটসম্যান পুজারা, কোহলি ও রাহানের উপর। পুজারা নিজের কাজটা করলেও ব্যর্থ ভারতের অধিনায়ক, সহ-অধিনায়ক। বিরাট ১১ ও রাহানে ১ করে আউট হন। ফলে চাপে পড়ে যায় ভারত। আর তখনই ফের দেখা গেল ঋষভের প্রতি আক্রমণ।
একদিকে নিজের স্বাভাবিক খেলা খেললেন পুজারা। অন্যদিকে দ্রুত রান তুলতে শুরু করলেন ঋষভ। দু’জনের মধ্যে ১১৯ রানের পার্টনারশিপ হয়। হাফসেঞ্চুরি করেন দুই ব্যাটসম্যানই। কিন্তু ৭৩ করে বেসের বলেই আউট হলেন পুজারা। অন্যদিকে ৮৮ বলে ৯১ করে ছক্কা মারতে গিয়ে নিজের উইকেট দিয়ে এলেন পন্থ। ৯টা চার ও ৫টা ছক্কা মেরেছেন তিনি।
ছয় উইকেট পড়ে যাওয়ার পরে ক্রিজে রয়েছেন ভারতের দুই অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ২৫৭। সুন্দর ৩৩ ও অশ্বিন ৮ রান করে ব্যাট করছেন। ইংল্যান্ডের থেকে এখনও ৩২১ রানে পিছিয়ে ভারত। এখন দেখার চতুর্থ দিনে দলের রানকে কতটা টানতে পারেন বাকি দুই ব্যাটসম্যান। ফলো অন বাঁচানো যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।