Latest News

বিরাট ফিরলেও দুরন্ত হিটম্যান, মোতেরায় প্রথম দিনেই চালকের আসনে ভারত

দ্য ওয়াল ব্যুরো: মানসিক দৃঢ়তা ও দক্ষতা ঠিক থাকলে যে কোনও পিচ, যে কোনও পরিস্থিতিতেই যে ব্যাট করা যায় সেটা আরও একবার দেখালেন রোহিত শর্মা। চিপকের ফর্ম দেখা গেল মোতেরাতেও। তাঁর সঙ্গে বিরাটের যুগলবন্দিতে রান এল। দেখে মনে হচ্ছিল বড় রান করবেন বিরাটও। কিন্তু দিনের শেষ ওভারে আউট হলেন তিনি। বিরাট ফিরলেও হাফসেঞ্চুরি করে খেলছেন রোহিত। তাঁর ব্যাটে বড় রানের স্বপ্ন দেখছে ভারত।

অক্ষর পটেলের ৬ উইকেট ও রবিচন্দ্রন অশ্বিনের ৩ উইকেটের দৌলতে প্রথম ইনিংসে ইংল্যান্ড ১১২ রানে অলআউট হয়ে যাওয়ার পরে ভারতীয় ইনিংসের শুরু থেকেই সাবলীল দেখাচ্ছিল রোহিতকে। অন্যদিকে শুরুতে কিছুটা নড়বড়ে দেখালেও ধীরে ধীরে হাত সেট করেন শুভমান গিল। দুজনে মিলে ভারতকে একটা ভাল শুরু দেন। ইংল্যান্ডের দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড উইকেট পাননি। ফলে বাধ্য হয়ে জোফ্রা আর্চারের হাতে বল তুলে দেন রুট। আর জোফ্রার বলেই ১১ রানের মাথায় আউট হয়ে ফিরে যান শুভমান।

পরের ওভারেই বড় ধাক্কা খায় ভারত। ডিপেন্ডেবল পুজারাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান স্পিনার জ্যাক লিচ। কিছুটা চাপে পড়ে যায় ভারত। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত ও বিরাট। হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়েন তাঁরা। উইকেটে সময় নিয়ে খেলতে থাকেন। আগের টেস্টে সেঞ্চুরির পরে এই টেস্টেও হাফসেঞ্চুরি আসে রোহিতের ব্যাট থেকে।

দেখে যখন মনে হচ্ছে আগামী কাল এই দুই ব্যাটসম্যানই খেলতে নামবেন তখনই দিনের শেষ ওভারে লিচের বলে ২৭ রানের মাথায় প্লেড অন হন বিরাট। দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৯৯। রোহিত ৫৭ ও রাহানে ১ করে খেলছেন। ইংল্যান্ডের থেকে ১৩ রানে পিছিয়ে ভারত।

দল চাইবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে যতটা সম্ভব রান তুলে নিতে। যতক্ষণ রোহিত রয়েছেন বড় রানের আশা রয়েছে ভারতের। প্রথম দিন থেকেই উইকেট যা খেলছে তাতে প্রথম ইনিংসে বড় লিড নিতে পারলে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নাও নামতে হতে পারে বিরাটদের।

You might also like