Latest News

পূজারা স্টেপআউট করে ছয় মারলে অর্ধেক গোঁফে মাঠে নামবেন অশ্বিন!

দ্য ওয়াল ব্যুরো: চেতেশ্বর পূজারাকে এক অভিনব চ্যালেঞ্জ জানালেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে ভিডিও কলে আড্ডার মধ্যে এমন কথা বলেছেন ভারতের নামী স্পিনার।

সামনে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। গতকাল সোমবারই নিজের ৩৪তম জন্মদিন কাটিয়েছেন পূজারা। তার পরেরদিনই অশ্বিন খোলা চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রিয় সতীর্থকে।

ইংল্যান্ডের কোনও স্পিনারকে পূজারা যদি ‘ডাউন দ্য উইকেট’ ছয় মারতে পারেন স্টেপআউট করে, তা হলে অশ্বিন অর্ধেক গোঁফে মাঠে নামবেন, সেটি রসিকতা করে বলেছেন। কারণ অশ্বিন জানেন, পূজারা যা ব্যকরণ সম্মত ক্রিকেট খেলেন, এবং তিনি যা সাবধানী ইনিংস খেলেন, ঝুঁকি নিয়ে এমনভাবে ওভার বাউন্ডারি মারতে যাবেন, তা হতে পারে না।

ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই নিয়ে বেশ মজাই করেছেন অশ্বিন। তিনি রাঠোরের কাছে জানতে চেয়েছেন, পূজারা কোনওদিন স্পিনারকে এগিয়ে এসে স্টেপআউট করে কোনও শট খেলেছেন কিনা! এই প্রশ্নের জবাবে রাঠোর বলেন, ‘‘সেরকই কাজ চলছে। অতি দ্রুত এমন দেখা যাবে। আমি পূজিকে সেটি বোঝানোর চেষ্টা করছি, দেখা যাক।’’

হাসতে হাসতে অশ্বিন সেইসময় বলেন, ‘‘পূজারা যদি মইন আলি বা অন্য কোনও স্পিনারের মাথার ওপর দিয়ে বল পাঠায় স্টেপ আউট করে, আমি অর্ধেক গোঁফ কেটে খেলতে নামব। আমি পূজিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম।’’

রাঠোরকে অবশ্য অশ্বিনের চ্যালেঞ্জে খুব আশাবাদী মনে হয়নি। তাঁর বিশ্বাস, পূজারা এই চ্যালেঞ্জে আগ্রহ দেখাবেন না। রাঠোর বলেন, ‘‘দারুণ এক চ্যালেঞ্জ। দেখা যাক পূজারা কতটা উৎসাহি হয় এই চ্যালেঞ্জ গ্রহণ করার বিষয়ে।’’

 

 

You might also like