Latest News

ভারতীয় জুয়াড়িদের থেকে অর্থ নিয়ে ম্যাচ ছেড়েছেন, ৮ বছর নির্বাসিত দুই বিদেশী ক্রিকেটার

দ্য ওয়াল ব্যুরো: দুই বছর আগে টোয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেটের প্রাথমিক পর্যায়ের ম্যাচে গড়াপেটা করে নির্বাসিত দুই বিদেশী ক্রিকেটার। ওই দুই ক্রিকেটারই ভারতীয় জুয়াড়িদের থেকে অর্থ নিয়ে ম্যাচ ছেড়ে দিয়েছেন। এই নিয়ে আইসিসি তদন্ত করেছিল, তারা এর প্রমাণ পেয়েছে। সেই কারণে দুই ক্রিকেটারকে আট বছর নির্বাসন দিয়েছে।

আরব আমিরশাহীর এই দুই ক্রিকেটার হলেন আমির হায়াত এবং আশফাক আহমেদ। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএই-র পেসার আমির হায়াত এবং ব্যাটসম্যান আশফাক আহমেদকে পাঁচ নম্বর ধারা অনুযায়ী মোট ৮ বছর নির্বাসন দেওয়া হয়েছে। তাঁরা ক্রিকেটের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না, এমনকি মাঠে খেলাও দেখতে যেতে পারবেন না।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে। এই দুই ক্রিকেটার ভারতীয় জুয়াড়িদের কাছ থেকে টাকা নিয়ে ম্যাচ ফিক্সিং করেছিলেন বলে অভিযোগ ওঠে।

‘মিস্টার ওয়াই’ নামের এক ভারতীয় জুয়াড়ি দু’জনকেই চার হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিল বলে অভিযোগ। অভিযোগ ওঠার পরই তদন্ত কমিটি তৈরি করে আইসিসি।

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর দুই ক্রিকেটারকেই দোষী সাব্যস্ত করে আইসিসির এই তদন্ত কমিটি। তখন থেকেই তাঁদের বহিস্কার করে রাখা হয়েছিল। তদন্তের পর শুনানি শেষে রায় ঘোষণা করা হয়।

ঘটনাচক্রে যে দুই ক্রিকেটারকে আইসিসি নিষিদ্ধ করেছে, তারা দুজনই পাকিস্তানের বংশোদ্ভূত। পাকিস্তান ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা একেবারেই নতুন নয়। আবার যাদের কাছ থেকে এরা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ, তারা আবার ভারতীয় বলে দাবি আইসিসির। সেদিক থেকে দেখতে গেল এই ফিক্সিং কাণ্ডে একইসঙ্গে এশিয়ার দুই শক্তিধর ক্রিকেট খেলিয়ে দেশের মানুষ যুক্ত হয়ে গিয়েছে।

You might also like