
নতুন রেকর্ড হরমনপ্রীতের, পঞ্চম ভারতীয় হিসেবে সেঞ্চুরি ম্যাচ ভারতের সহ- অধিনায়কের
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক হরমনপ্রীত কৌর নতুন রেকর্ড গড়লেন। পঞ্চম ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে সেঞ্চুরি ম্যাচ হল তাঁর। রবিবার লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার সঙ্গে সঙ্গেই এই রেকর্ড হল তাঁর।
ভারতের হয়ে হরমন পঞ্চম ক্রিকেটার যিনি এই রেকর্ড স্পর্শ করলেন। তাঁর আগে ভারতের আরও যে চার মহিলা ক্রিকেটার ১০০ একদিনের ম্যাচ খেলেছেন তাঁরা হলেন মিতালি রাজ, ঝুলন গোস্বামী, অঞ্জুম চোপড়া ও অমিতা শর্মা। এই চারজনের মধ্যে সবথেকে বেশি ২১০ ম্যাচ খেলেছেন মিতালি। ঝুলন ১৮৩, অঞ্জুম ১২৭ ও অমিত ১১৬টি একদিনের ম্যাচ খেলেছেন ভারতের জার্সি গায়ে।
ভারতের হয়ে ১০০ ম্যাচে ২৪১২ রান করেছেন হরমনপ্রীত। তাঁর সর্বোচ্চ রান ১৭১। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি। তিনটি সেঞ্চুরি রয়েছে এই ডান হাতি ব্যাটারের। শততম ম্যাচেও ৪১ বলে ৪০ করেছেন হরমন। তাতে ছিল ছটি চোখ ধাঁধানো বাউন্ডারি।
টি ২০ ফরম্যাটে ১১৪টি ম্যাচ খেলেছেন হরমনপ্রীত। টি ২০-তেও তাঁর শততম ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই। একদিনের ক্রিকেটে তাঁর সামনে আরও চারজন ক্রিকেটার থাকলেও ভারতের হয়ে সবথেকে বেশি টি ২০ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে হরমনের। ছোট ফরম্যাটে ২১৮৬ রান করেছেন তিনি। ২০ ওভারের খেলাতে তাঁর সর্বোচ্চ রান ১০৩।
২০২০ সালের ডিসেম্বর মাসে আইসিসির দশকের সেরা টি ২০ টিমেও জায়গা হয়েছে হরমনপ্রীতের। সেখানে তিনি ছাড়াও ভারতের পুনম যাদব রয়েছেন। এছাড়া সেই দলের বাকি ক্রিকেটাররা হলেন অ্যালিসা হিলি, সোফি ডিভাইন, সুজি বেটস, মেগ ল্যানিং, স্টেফানি টেলর, ডেওন্ড্রা ডটিন, এলিস পেরি, আন্যা শ্রাবশোল ও মেগান শুট।
যদিও আইসিসির দশকের সেরা একদিনে দলে জায়গা হয়নি হরমনপ্রীতের। সেখানে ভারতের তরফে রয়েছেন অধিনায়ক মিতালি রাজ ও সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার বাংলার ঝুলন গোস্বামী।