
করোনা যুদ্ধে বিনামূল্যে ভ্যাকসিন দেবেন সৌরভ, মনোজের উদ্যোগে হাওড়ায় ‘দুয়ারে অক্সিজেন’
দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দুই তারকাই এবার সবসময় মানুষের পাশে রয়েছেন। সৌরভ নিভৃতে গতবারও কাজে নেমেছিলেন। এমনকি আমফান বিধ্বস্ত অঞ্চলগুলিতেও ত্রান পাঠিয়েছেন যথা সময়ে।
সৌরভ ফের স্বমহিমায়। সারা রাজ্যের মোট আটটি জেলায় তাঁর সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন কনসেনট্রেটর পাঠানো হয়েছে। তিনি নিজেও ৫০টি অক্সিজেন সিলিন্ডার কিনে দিয়েছেন স্থানীয় মানুষদের জন্য।
সৌরভ এবার করোনা ভ্যাকসিনও প্রদান করবেন আগামী ১৩ জুন নিজ এলাকায়। এই মুহূর্তে তিনি দুবাইতে রয়েছেন আইপিএলের ব্যবস্থাপনা দেখার জন্য। তিনি ফিরবেন ১২ জুন রাতে। টিকা প্রদানের দিন তিনি হাজির থাকবেন বলে জানা গিয়েছে তাঁর পরিবার সূত্রে। মোট ১৫০ জন দুঃস্থ মানুষকে প্রথমে দেওয়া হবে। তারপর সেটি বাড়ানো হবে।
বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্র থেকে জিতে মনোজ তিওয়ারিও বসে নেই। তিনি সমানে অঞ্চলের জন্য কাজ করে চলেছেন। তিনি আবার ক্রীড়া প্রতিমন্ত্রীও হয়েছেন। জিতে উঠেই বলেছিলেন, যে অঞ্চলের মানুষরা আমাকে জেতালেন, তাঁদের পাশে সবর্দা থাকব।
বাংলার নামী প্রাক্তন অধিনায়কের তরফ থেকে এবার ‘দুয়ারে অক্সিজেন’ প্রকল্প নেওয়া হয়েছে। এই বার্তা তিনি দিয়েছেন তাঁর টুইটার অ্যাকাউন্ট মারফৎ। শুক্রবার রাতে তিনি জানালেন, ‘‘আমরা এবার দুঃস্থ মানুষদের জন্য ফ্রি ক্যান্টিনের ব্যবস্থা করেছি। তারপরেও জরুরী পরিষেবা নিয়ে নানা সমস্যা ছিল। তাই একটি সংস্থার মাধ্যমে আমরা করোনা পীড়িত মানুষদের জন্য দরজা পর্যন্ত অক্সিজেন পৌঁছে দিতে চাইছি। এটাই সবচেয়ে সেরা সহায়তা হবে।’’
মনোজের সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের কলাকুশলীদের সঙ্গে ভাল সম্পর্ক। নিয়মিত যোগাযোগ রয়েছে দেব, জিৎ, পরমব্রত, যিশুদের সঙ্গে। তাঁরাই তাঁদের ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে অক্সিজেন সরবরাহের কাজটি করার বিষয়ে মনোজকে বলেছিলেন। তিনি সাগ্রহে রাজি হয়ে গিয়েছেন।
শুধু শিবপুর নয়, পুরো হাওড়া জেলার মানুষের কাছে তাঁর আবেদন, কোনও ধরনের অক্সিজেন নিয়ে সমস্যা হলে তাঁদের সংগঠনের সঙ্গে যেন যোগাযোগ করা হয়, তিনি ও তাঁর টিম দ্রুত তা ব্যবস্থা করবেন।