শেষ আপডেট: 4th November 2020 17:27
দ্য ওয়াল ব্যুরো: ময়দানের নামী ক্রীড়া প্রশাসক তথা সিএবি-র প্রাক্তন যুগ্মসচিব শরদিন্দু পালের বুধবার সন্ধ্যায় জীবনাবসান ঘটেছে উত্তর কলকাতার নিজ বাসভবনে। ময়দান তাঁকে এক ডাকে চিনত শরা পাল হিসেবে। বয়স হয়েছিল ৭৭, রেখে গেলেন স্ত্রী ও এক কন্যাকে। তিনি ছিলেন ফুটবল ও ক্রিকেটের জনপ্রিয় কর্তা। কুমারটুলি ক্লাবের তিনি ছিলেন কর্ণধার। সিএবি-তে সেইসময় সভাপতি হিসেবে জগমোহন ডালমিয়ার একচ্ছত্র আধিপত্য, সেইসময় সচিব হিসেবে সুদক্ষ প্রশাসক হিসেবে প্রমাণ করেছিলেন। তিনি সিএবি সচিবের চেয়ারে ছিলেন ২০০৫-০৭। তিনি একবার ভারতীয় দলের প্রশাসনিক ম্যানেজারও হন। ওই অল্প সময়ের মধ্যে শীর্ষ পদে থেকে তিনি ঘরোয়া ক্রিকেটে বিদেশী তারকা এনে চমক দিয়েছিলেন। সেই প্রথম কুমারটুলি ক্লাবে এক ব্রিটিশ ক্রিকেটার খেলে গিয়েছিল। শরদিন্দু পাল মানে বহু ক্রিকেটারের অভিভাবক। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বোর্ড সভাপতি তথা সিএবি-র প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, ‘‘শরাদা দারুণ প্রশাসক ছিলেন। আমি ওঁর পাশে থেকে অনেক কাজ শিখেছি। তিনি মজার মানুষ ছিলেন।’’ সিএবি-র বর্তমান সভাপতি অভিষেক ডালমিয়া ও প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে পর্যন্ত তাঁর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন। শরদিন্দু পাল করোনায় আক্রান্ত হয়েছিলেন মাস দুয়েক আগে। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন। যদিও বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তিনি হার মানলেন ক্যান্সারের কাছে। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল, তিনি প্রতিদিনই সিএবি-তে আসতেন বিকেলে। তিনি বর্তমানে ছিলেন সিএবি-র ট্রাস্টি বোর্ডের সদস্য। তাঁর বহুদিনের বন্ধু শ্যামবাজার ক্লাবের শীর্ষ কর্তা গৌতম দাশগুপ্ত জানান, ‘‘আমি প্রিয় বন্ধু হারা হলাম, আমরা এক পাড়ায় বড় হয়েছি। একই সঙ্গে আমাদের উত্থান হয়েছিল, আজ সব শেষ হয়ে গেল।’’