
ঝোড়ো হাফসেঞ্চুরি পন্থের, ইংল্যান্ডকে শুরুতেই ধাক্কা ইশান্ত, অশ্বিনের
এদিন ব্যাট করতে নেমে শুরুতেই মইন আলির বলে স্টাম্প আউট হয়ে ফিরে যান অক্ষর পটেল। ইশান্তও মাত্র ২ বল খেলেই মইনের শিকার হন। তারপরে কুলদীপের সঙ্গে ২৪ রানের পার্টনারশিপ গড়েন ঋষভ। যদিও কুলদীপ সেখানে একটিও রান করেননি। আক্রমণাত্মক ভঙ্গিতে রান করেন পন্থ। নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
কুলদীপ আউট হওয়ার পরে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মহম্মদ সিরাজও। তিনি আউট হতেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। ঋষভ ৫৮ করে অপরাজিত থেকে যান। ইংল্যান্ডের হয়ে মইন আলি ৪টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন ইংল্য্যান্ডের ওপেনার ররি বার্নস। তারপরে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন সিবলি ও লরেন্স। খুব ধীরে খেলছিলেন তাঁরা। ইশান্তের সঙ্গে অশ্বিনকে নতুন বল দেন বিরাট। তার ফলও মেলে। অশ্বিনের বলে আউট হয়ে ফিরে যান সিবলিও। মাত্র ১৬ রানে ২ ওপেনারকে হারায় ইংল্যান্ড।
সফরকারী দলের ব্যাটিং নির্ভর করছে অধিনায়ক জো রুটের উপর। প্রথম টেস্টে দুরন্ত ব্যাট করেছেন তিনি। কিন্তু পিচের যা অবস্থা তাতে ব্যাট করা খুবই কঠিন। অন্যদিকে কোহলিরা চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব রুটকে ফিরিয়ে ইংল্যান্ডের উপর চাপ বাড়াতে।