
চিপকের মন্থর পিচে সিবলির হাফসেঞ্চুরি, ভাল শুরু ইংল্যান্ডের
ভারতীয় দল নির্বাচন ঘিরেও উঠছে প্রশ্ন। পাটা উইকেটে কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনারকে বসিয়ে শাহবাজ নাদিমের মতো ফিঙ্গার স্পিনার খেলানোর কী যুক্তি। কুলদীপ থাকলে এই উইকেটেও কিছুটা টার্ন পেতেন। তিনি না থাকায় সব দায়িত্ব এসে পড়ল অশ্বিনের কাঁধে। অন্যদিকে দুই পেসার ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহ অনেক চেষ্টা করলেও পিচ থেকে সাহায্য পেলেন না।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিজের শততম টেস্ট খেলা ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। জমাট শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার। সিবলির সঙ্গে ররি বার্নসকেও ভাল দেখাচ্ছিল।
৫০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ার পরে লাঞ্চের বিরতির আগেই অবশ্য ব্রেক থ্রু পেল ভারত। অশ্বিনকে রিভার্স সুইপ খেলতে গিয়ে ৩৩ রানের মাথায় নিজের উইকেট দিয়ে এলেন বার্নস। পরের ওভারেই শূন্য রানে বুমরাহর বলে ফিরলেন তরুণ ড্যানিয়েল লরেন্স।
দুই উইকেট পড়ার পরে অবশ্য খেলা ধরেছেন সিবলি ও অধিনায়ক জো রুট। রান রেট খুব কম হলেও উইকেট পড়েনি। চায়ের বিরতি পর্যন্ত ক্রিজে রয়েছেন তাঁরা। এর মধ্যেই নিজের হাফসেঞ্চুরি করেন সিবলি। চায়ের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ১৪০। সিবলি ৫৩ ও রুট ৪৫ রান করে খেলছেন।
প্রথম দিন থেকেই পিচের যা হাবভাব তাতে বাজে শট খেলে উইকেট দিয়ে না এলে আউট করা মুশকিল। এখন দেখার শেষ সেশনে রিভার্স সুইংয়ে কয়েকটা উইকেট তুলে ম্যাচে ফিরতে পারে কিনা ভারত।