Latest News

চিপকে লজ্জার হার ভারতের, বিরাটদের ব্যাটিং দম্ভ গুঁড়িয়ে দিলেন অ্যান্ডারসনরা

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফরের পরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এই হাল হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি কোনও ভারতীয় সমর্থক। সদ্য শ্রীলঙ্কায় সিরিজ জিতলেও ভারতের সামনে ইংল্যান্ড বিশেষ সুবিধা করতে পারবে না, এমনটাই ভেবেছিলেন বিশেষজ্ঞরাও। কিন্তু খেলাটা তো হয় মাঠে। আর সেখানেই সব বিভাগে বিরাটদের টেক্কা দিলেন রুট অ্যান্ড কোম্পানি। আর তার ফলে ২২৭ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্ট হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করা কঠিন করে ফেলল ভারত।

টার্গেট কঠিন ছিল। চিপকের উইকেটে শেষ দিনে ৪২০ রান তাড়া করার কথা কেউ স্বপ্নেও ভাবেননি। কিন্তু তাই বলে দুটি সেশনও ভারত খেলতে পারবে না, এতটাও হয়তো কঠিন পিচ ছিল না। গুঁড়িয়ে গেল বিরাটদের ব্যাটিং দম্ভ। রাহানে যেন তাঁর ফর্ম মেলবোর্নেই ফেলে এসেছেন। পুজারা, পন্থ দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। কোহলি দ্বিতীয় ইনিংসে রান করলেও প্রথম ইনিংসে রান পাননি। একমাত্র তরুণ শুবমান গিলকেই দুটো ইনিংসে সাবলীল দেখাল। প্রথম ইনিংসে বড় রান না পেলেও ভাল খেলছিলেন। দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করলেন।

কিন্তু চিপকে ম্যাচ বাঁচাতে গেলে ভারতের অভিজ্ঞ চার ব্যাটসম্যান রোহিত, অউজারা, বিরাট ও রাহানেকে চলতে হত। দুর্ভাগ্যক্রমে বিরাট ছাড়া কেউ রান পাননি। গিল ৫০ করে আউট হওয়ার পরে একা কুম্ভ বিরাট ৭২ করলেন। কিন্তু সেই রান কাজে এল না। মাত্র ৫৮.১ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে গেল ভারত।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভাল বল করলেন ইংল্যান্ডের বোলাররা। দুই স্পিনার ডমিনিক বেস ও জ্যাক লিভ শ্রীলঙ্কার ফর্ম ধরে রেখেছেন। দ্বিতীয় ইনিংসে অ্যান্ডারসন দেখালেন এখনও কেন তাঁকেই খেলায় ইংল্যান্ড। গিল, রাহানে ও পন্থের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তোলেন তিনি।

চিপকে এই হারের পরে অবশ্য উঠতে শুরু করেছে অনেক প্রশ্ন। রোহিতের মানসিকতা, রাহানের ফর্ম থেকে শুরু করে কুলদীপের মতো রিস্ট স্পিনারকে না খেলানো। প্রশ্ন অনেক। বিরাটদের উত্তর কিন্তু খুঁজতে হবে দ্বিতীয় টেস্টের আগেই। কারণ ফের একবার এই চিপকেই নামবে দু’দল।

You might also like