Latest News

অক্ষর-অশ্বিনের ঘূর্ণিতে দুই সেশনেই অলআউট ইংল্যান্ড, গোলাপি বলে দুরন্ত শুরু বিরাটদের

দ্য ওয়াল ব্যুরো: চিপকের ভুত এখনও তাড়া করে যাচ্ছে রুটবাহিনীকে। নইলে মোতেরায় প্রথম দিন প্রথম সাত ওভারের পর যেই দুই ভারতীয় স্পিনারের হাতে বিরাট বল তুলে দিলেন থরহরি কম্প অবস্থা হল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। বিশেষ করে বাঁ’হাতের অক্ষর ঘরের মাঠে দুরন্ত বল করলেন। তার ফলে টসে জিতেও দুই সেশনও পুরো ব্যাট করতে পারল না ইংল্যান্ড। মাত্র ১১২ রানে অলআউট হয়ে গেল পুরো দল।

এদিন টসে জিতে ব্যাট করতে নামার পরে শুরুতেই ধাক্কা খায় ইংরেজ বাহিনী। নিজের সেঞ্চুরি টেস্ট খেলতে নামা ইশান্ত শর্মার বলে শূন্য রানে আউট হলেন ডমিনিক সিবলি। দিনের শুরুটাই দেখিয়ে দিয়েছিল কী হতে চলেছে। অন্য ওপেনার জ্যাক ক্রলি ছাড়া কেউ খেলতে পারলেন না। তিনি হাফসেঞ্চুরি করেন। নইলে ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ হত।

তৃতীয় টেস্টে সুযোগ পাওয়া বেয়ারস্টও খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন। কিছুটা জুটি বাঁধার চেষ্টা করেন ক্রলি ও অধিনায়ক জো রুট। কিন্তু অশ্বিনের স্পিনের জবাব রুটের কাছেও ছিল না। চায়ের বিরতির আগে ক্রলির উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন অক্ষর। ক্রলি ৫৩ করেন।

চায়ের বিরতির পরে ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ হয়। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। বাঁ’হাতি অক্ষরকে দেখে বোঝা যাচ্ছিল ঘরের মাঠকে হাতের তালুর মতো চেনেন তিনি। স্পিনের সঙ্গে আর্ম বল মিলিয়ে ব্যাটসম্যানদের বোকা বানাচ্ছিলেন তিনি। তার ফলে ১১২ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে অক্ষর ৬, অশ্বিন ৩ ও ইশান্ত ১ উইকেট নেন।

ডিনারের বিরতির আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৫ রান ভারতের। এখন ১০৭ রানে পিছিয়ে ভারত। এখন দেখার বোলারদের পরে ব্যাটসম্যানরা নিজেদের কাজ করতে পারেন কিনা।

You might also like