
দরপত্র তুলল ইস্টবেঙ্গল, কিন্তু খেলবে কী নামে সেই নিয়েই ধোঁয়াশা
দ্য ওয়াল ব্যুরো : আইএসএলে খেলার জন্য দরপত্র তুলে ফেলল ইস্টবেঙ্গল। নিয়মে রয়েছে, দরপত্র তোলার পরেই টুর্নামেন্টের আয়োজক এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড)-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা দিয়ে আবেদন করতে হয়। সেটি বুধবার করেছে লাল হলুদ ক্লাব। তবে তারা বিড তুলেছে ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নামে। সেটি জমা দিতে হবে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ইমেলে। হার্ড কপি মুম্বই অফিসে পৌঁছতে হবে ১৭ সেপ্টেম্বর।
এফএসডিএল-র কাছে তারা এই নামে আবেদন করলেও ওই ফ্রাঞ্জাইজি নামেই আইএসএল খেলতে হবে এমন কথা নেই। এই প্রসঙ্গে ক্লাবের সহসচিব ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত জানালেন, ‘‘আমাদের ক্লাবের অ্যাক্ট একরকম, আর আইএসএলে কী নাম হবে, সেটি তো ঠিক করবে এফএসডিএল। তারা যদি বলে এই নামেই খেলতে হবে, সেই নামেই খেলতে হবে, এর মধ্যে সমস্যা কোথায়?’’ কিন্তু সিমেন্ট কোম্পানির নামের মধ্যে এমনভাবে ইস্টবেঙ্গল নামটিকে রাখা হয়েছে, তাতে ক্লাবের মর্যাদা কী ক্ষুন্ন হবে না? এই প্রশ্নে শীর্ষ কর্তা জানালেন, ‘‘এখন ঐতিহ্য ধুয়ে কেউ যদি জল খায়, তা হলে ক্লাব চালানো যাবে না। ফ্রাঞ্চাইজি নামের মধ্যে তো ইস্টবেঙ্গল নামটিকে রাখা হয়েছে, তাতে কী অসুবিধে হচ্ছে বুঝতে পারছি না। এখন সমগ্র বিশ্বের সব ক্লাবেই কর্পোরেটরা চালাচ্ছে, তারা টাকা দিচ্ছে, তাদের কথাই মানতে হয়, এটাই সোজা কথা।’’
গত ৪ সেপ্টেম্বর আইএসএলের জন্য নতুন দরপত্র ছাড়া হয়। সেইসময় ইস্টবেঙ্গলের মতো বাকি ৫টি শহরের ফ্রাঞ্জাইজিও খেলার আবেদন করবে, ঠিক হয়। সেই তালিকায় রয়েছে লুধিয়ানা, আমেদাবাদ, দিল্লি, ভোপাল, শিলিগুড়ি। যদিও এফএসডিএল পরে জানায়, যে নামে ক্লাব আবেদন করবে, সেই নামটাই তাদের পাঠাতে হবে এএফসি-তে। কারণ সেখানে লাইসেন্সিং নিয়ে আবেদন করতে গেলে নতুন এনটিটি (ক্লাবের স্বাধীকার স্বত্ত্ব) করতে হয়। সেই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের ইনভেস্টর যেহেতু শ্রী সিমেন্ট, তাই সেই নামেই তাদের খেলতে হবে বলে জানানো হয়েছিল।
এই নিয়ে জটিলতার মধ্যেই বুধবার আবেদনও করা হয়েছে। এখন আইএসএলে ইস্টবেঙ্গল কী নামে খেলবে, সেটি নিয়ে সমান আগ্রহ রয়েছে ময়দানে। ক্লাবের সহসচিব এ প্রসঙ্গে আরও বলেছেন, ‘‘কোয়েস চলে যাওয়ার পরে কোনও বিনিয়োগকারী ছিল না। এতদিন তো সমর্থকরা জানতেন না দল আইএসএলে খেলবে কিনা, এখন সেই সমস্যা কাটায়, জটিলতা সৃষ্টি চলছে কী নামে খেলবে, তাই নিয়ে। আমি এসব ব্যাপারে ভাবিত নই।’’